নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রাজনৈতিক সংঘর্ষ উত্তাল পশ্চিম মেদিনীপুরের কেশপুর,পরিস্থিতি নিয়ন্ত্রণে নামান হল র্যাফ।
সমগ্র রাজ্য জুড়ে তৃণমূল অশান্তির পরিবেশ তৈরি করেছে এই অভিযোগ তুলে এই পথে নেমেছে বিজেপি।
আজ সারা রাজ্য জুড়ে বিজেপির বিভিন্ন থানায় বিক্ষোভ কর্মসূচি ছিল সেই কর্মসূচি উপলক্ষে ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুর থানায় বিক্ষোভের জন্য জমায়েতের ডাক দিয়েছিল বিজেপি নেতৃত্ব সেই জন্য কেশপুরের চড়কা থেকে বিজেপি কর্মীরা কেশপুরের দিকে আসছিলো।পথে পঞ্চমীর কাছে সেই সব বিজেপি কর্মীদের আটকায় তৃণমূল কর্মীরা এবং এক প্রকার হাতাহাতি ও খণ্ড যুদ্ধে জড়িয়ে পড়ে তারা।
পরবর্তীকালে বিজেপির অভিযোগ,তৃণমূল কর্মীদের বোমা ও গুলির আঘাতে আহত হয়েছে বিজেপির কর্মীরা।অভিযোগ ৩ বিজেপি কর্মীকে আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, এছাড়াও প্রায় ১২ জন কর্মী আহত হয়েছে বিজেপি কর্মী।
কেশপুর থেকে পঞ্চমী পর্যন্ত এলাকায় চলে তীব্র বোমাবাজি ও গুলি।
আরও পড়ুনঃ তৃণমূল নেতার বাড়ির সামনে হাত বোমা উদ্ধার,আতঙ্ক এলাকায়
পরবর্তীকালে পুলিশের বিরাট বাহিনী নামে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কেশপুরের ১০ কিলোমিটার আগেই আটকে দেওয়া হয়, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি।এখনও চলছে দু’পক্ষের মধ্যে তীব্র বোমাবাজি।
২০০১-০৮ পর্যন্ত কেশপুরের যে অবস্থা ছিল সেই অবস্থা আবার ফিরতে চলেছে কেশপুরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584