মনিরুল হক, কোচবিহারঃ
কৃষি মেলা ২০১৯ শুরু হল মাথাভাঙ্গায়। ওই মেলা তিন দিন ধরে চলবে। বুধবার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ মাটি, কৃষি, উদ্যানপালন, খাদ্য, মৎস্য, কৃষি বিপণন, সমবায় ও প্রাণিসম্পদ মেলা ২০১৯ শুরু হলো মাথাভাঙা মহাকুমার বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার অশোক বাড়ি এপি স্কুল প্রাঙ্গনে।
এদিনের এই মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, বিধায়ক হিতেন বর্মন, মাথাভাঙার মহকুমা শাসক জিতিন যাদব, মাথাভাঙা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন, সহ-সভাপতি মোজীরুল হোসেন, মহাকুমা কৃষি আধিকারিক অশোক কুমার দে, ব্লক কৃষি আধিকারিক দেবযানী হালদার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, কৃষি উদ্যান পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্যগণ, লোকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বিভিন্ন দপ্তর আধিকারিক বৃন্দ।
এদিন এবিষয়ে মাথাভাঙ্গা ১ নং ব্লকের বিডিও সম্বল ঝা জেলা কৃষি বিভাগের উপ কৃষি অধিকর্তার অরুণ কুমার বোস জানান, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ মাটি, কৃষি, উদ্যানপালন, খাদ্য, মৎস্য, কৃষি বিপণন, সমবায় ও প্রাণিসম্পদ মেলা ২০১৯ শুরু হলো মাথাভাঙা মহাকুমার বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার অশোক বাড়ি এপি স্কুল প্রাঙ্গনে। এই মেলা চলবে তিনদিন ধরে।
ওই তিনদিনে বিভিন্ন ধরনের কৃষিজ ও আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা অনুষ্ঠান, অসম্মান কৃষি প্রদর্শনীর পুরস্কার বিতরণ প্রভৃতি। এই মেলায় প্রচুর কৃষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584