গোয়ালতোড়ে বন দফতরের উদ্যোগে গ্রামবাসীদের হাতে কৃষি সরঞ্জাম প্রদান

0
65

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

জঙ্গলকে রক্ষা করার লক্ষ্যে এবং বন্য পশুদের রক্ষার্থে, জঙ্গল লাগোয়া গ্রামের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করার লক্ষ্যে শনিবার বনদফতরের রূপনারায়ন বিভাগের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার বনবিভাগের গোয়ালতোড় রেঞ্জ অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার বাসিন্দাদের হাতে কৃষি সরঞ্জাম তুলে দেওয়ার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Agriculture equipments distribution | newsfront.co
নিজস্ব চিত্র

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপনারায়ন বনবিভাগের ডিএফও মনীষ যাদব ,গোয়ালতোড় রেঞ্জের রেঞ্জার ফুরসিদ আলম সহ বন দফতরের অন্যান্য আধিকারিকরা। ওই অনুষ্ঠানে বনদফতরের পক্ষ থেকে কৃষি সরঞ্জাম হিসেবে ধান ঝাড়া মেশিন, স্প্রে মেশিন সহ কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ ডোমকলে তৃণমূলের সভা থেকে বিজেপি-মিমকে তোপ তাহেরের

রূপনারায়ন বনবিভাগের ডিএফও মনীষ যাদব বলেন, “রূপনারায়ন বন বিভাগের প্রতিটি এলাকায় দরিদ্র কৃষকদের হাতে বিভিন্ন কৃষি সরঞ্জাম তুলে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে কিছু মানুষের হাতে ধান ঝাড়া মেশিন, স্প্রে মেশিন তুলে দেওয়া হল।”

আরও পড়ুনঃ কোচবিহারে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের নয়া কো – অর্ডিনেটর নিয়োগ

তিনি বলেন, এর ফলে বনবিভাগের সাথে সাধারণ মানুষের যোগাযোগের মাধ্যম আরো ভালো হল। বন দফতরের সাথে গ্রামের মানুষদের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য এবং দরিদ্র কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

রূপনারায়ন বন দফতরের উদ্যোগে কৃষি সরঞ্জাম গ্রামবাসীদের দেওয়ায় খুশি গোয়ালতোড় এলাকার বাসিন্দারা। তারা বন দফতরকে যাবতীয় সাহায্য করবেন বলে রূপনারায়ন বিভাগের বন দফতরের বনাধিকারিক মনীষ যাদব কে আশ্বাস দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here