পিয়ালী দাস, বীরভূমঃ
মন্ত্রীরা মাঝে মাঝে কাদায় পড়ে।নারদা সারদা বিভিন্ন ক্ষেত্রেই কাদায় পড়া নেতা মন্ত্রী দেখেছে বাংলার মানুষ।তবে এবার মন্ত্রী নিজেই নামলেন কাদায়।না একাদা সে কাদা নয়।কর্দমাক্ত কৃষি জমিতে নেমে নিজের হাতে ধান রোপন করে কৃষকদের প্রশিক্ষণ দিলেন কৃষিমন্ত্রী আশীষ ব্যানার্জি।
কৃষি মন্ত্রীর হাত ধরে বীরভূমের কৃষকদের জীবন যাত্রায় যে আমূল পরিবর্তন আসতে চলেছে তা এককথায় বলা যায়।মাসখানেক আগেই কৃষিমন্ত্রী হাত দিয়ে বীরভূমের সর্বপ্রথম উদ্বোধন হয়েছিল কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের। উপকৃত হচ্ছে কয়েক লক্ষ কৃষক। সমস্ত রকম কৃষিজাত দ্রব্য চাষের ক্ষেত্রে উন্নত পদ্ধতিতে কিভাবে চাষ করা যায় মূলত এই বিষয়ে দেওয়া হয় প্রশিক্ষণ। শুধু চাষ করাই নয় ,চাষ করার সাথে সাথে উন্নতমানের বীজের ব্যবহার আধুনিক পদ্ধতিতে চাষ এই দুটি হলো মূল লক্ষ্য এই কৃষক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে। কৃষকরা যাতে আধুনিক যন্ত্রপাতি নিজের হাতে ব্যবহার করতে পারে তার জন্য একটি মিনি ধান রোপন মেশিন এর উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী আশীষ ব্যানার্জি।শুধুমাত্র উদ্বোধনী নয় কৃষকদের উদ্দেশ্যে নিজে চালিয়েও দেখালেন জমির মধ্যে কিভাবে ব্যবহার করতে হয় এই মেশিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584