জলমগ্ন গ্রাম পরিদর্শনে এসে সাহায্যের আশ্বাস কৃষি কর্মাধ্যক্ষের

0
44

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

গত রবিবার সন্ধ্যে থেকে প্রবল বৃষ্টির ফলে ভেসে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের
বড়কলঙ্কাই ,নারমা,মনিনাথপুর,মালিগেড়িয়া,আলামচক,ত্রিলোচনপুর,অলংকারপুর,সাগুনা,তুরাঙ্গা,নয়াগ্রাম সহ বেশ কিছু অঞ্চল।সমগ্র চাষের জমি এখনো জলমগ্ন।

agriculture officer visit to full of water village | newsfront.co
এলাকাবাসীর সাথে কৃষি কর্মাধ্যক্ষ সহ অন্যান্য নেতারা।নিজস্ব চিত্র

আর সেই চাষের জমির অবস্থা খতিয়ে দেখতে মঙ্গলবার এই ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছালেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি,ব্লক কৃষি অধিকর্তা কল্যাণ গাঙ্গুলী সহ ও তার প্রতিনিধি দল।

তাঁরা চাষিদের সঙ্গে কথা বলেন।এছাড়াও এলাকার যে সকল স্কুলগুলিতে ত্রাণ শিবির করে মানুষেরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে কিছু খাবার তুলে দেন।গবাদি পশু থেকে শুরু করে মানুষেরা একত্রিত হয়ে ওই ত্রাণশিবিরে অংশগ্রহণ করছে।

আরও পড়ুনঃ রবিবারের রাতভর বৃষ্টিতে জলমগ্ন নারায়ণগড়, ভেঙে পড়ল বাসগৃহ

প্রসঙ্গত রবিবারের প্রবল বর্ষণের পর সোমবার এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে এবং মানুষদেরকে উপযুক্ত ত্রাণশিবিরে রেখে ত্রাণের ব্যবস্থা করতে এলাকায় যান নারায়ণগড়ের বিডিও বিশ্বজিৎ ঘোষ।

আর মঙ্গলবার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ ও ব্লকের কৃষি অধিকর্তার এলাকা পরিদর্শনে ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকাবাসী।সমস্ত সহযোগিতা করবেন বলে জানান কর্মাধ্যক্ষ।এতে খুশি এলাকাবাসী ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here