মেধা তালিকায় স্থান না পেলেও মালদহে ছাত্রীরা সাফল্যে এগিয়ে

0
106

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

এবার মাধ্যমিকে মেধা তালিকায় স্থান পেয়েছিল মালদহের সাত পড়ুয়া। কিন্তু উচ্চ-মাধ্যমিকের ফলে হতাশ মালদা। জেলার কোনো পরীক্ষার্থি এবার রাজ্যের মেধা তালিকায় স্থান পায়নি। উচ্চ মাধ্যমিকে জেলার প্রথম মানিকচক শিক্ষা নিকেতনের রোহন সাহা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮০। মাত্র ১ নম্বরের জন্য মেধা তালিকায় প্রথম দশে স্থান হয়নি রোহনের। জেলায় মেয়েদের ফলও বেশ ভালই। বার্লো গার্লস হাই স্কুলের ছাত্রী শ্রুতি রায়চৌধুরী এবং আইহো হাই স্কুলের ছাত্রী মিতালী মৃধা পেয়েছে ৪৭৯ নম্বর।

নিজস্ব চিত্র

অল্পের জন্য মেধা তালিকা থেকে ছিটকে গিয়েছে তাঁরা। এজন্য কিছু বিশেষ বিষয়ে অত্যন্ত কম নম্বরকেই দায়ী করেছেন জেলার কৃতিরা। মালদার রামকৃষ্ণ মিশনের তিন ছাত্র মাধ্যমিকে মেধা তালিকায় জায়গা পেয়েছিল। সেখানে উচ্চ মাধ্যমিকে স্কুলে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৪৭৫। তবে মেধা তালিকায় স্থান না পেলেও সামগ্রিক ফলে খুশী রামকৃষ্ণ মিশন বা বার্লো গার্লসের মতো রাজ্যে প্রথম সারির স্কুল কর্তৃপক্ষ। তবে দুই এক নম্বরের জন্য নিজেরা আর স্কুল মেধা তালিকায় জায়গা না পাওয়ার আক্ষেপ রয়েছে মালদহের কৃতিদের গলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here