ওয়েবডেস্ক, নিউজ ফ্রন্ট:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুজরাটের আহমেদাবাদ সফরের আগেই নব রূপে সজ্জিত মোতেরা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বস্তিবাসীদের ধরানো হল উচ্ছেদ নোটিশ। কিন্তু প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে ট্রাম্পের হাইপ্রোফাইল সফরের সঙ্গে এই নোটিশের কোনো সম্পর্ক নেই। কিন্তু বস্তিবাসীদের প্রশ্ন উচ্ছেদ নোটিশের সময় নিয়ে ।
ইতিমধ্যেই,এয়ারপোর্ট থেকে মোতেরা স্টেডিয়ামের আসার পথে আরেক বস্তি আমেরিকান প্রেসিডেন্টের নজর থেকে লুকোনোর জন্য দীর্ঘ পাঁচিল তোলার খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
পাঁচিল তৈরীর সময়ও এক প্রশাসনিক আধিকারিক দাবি করেছিলেন যে ঐ দেওয়াল তৈরি হচ্ছে সুরক্ষার কথা মাথায় রেখে। কিন্তু পাঁচিল তৈরীর দায়িত্বে থাকা কন্ট্রাক্টর জানান যে এয়ারপোর্ট থেকে আমেদাবাদ যাওয়ার পথে ওই বস্তি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে আসুক সেটা সরকার চায়না। সেই কন্ট্রাকটর জানান, ” যত দ্রুত সম্ভব আমাকে ওই দেওয়াল তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। দিনরাত ১৫০ জন শ্রমিক ওই দেওয়াল তৈরীর জন্য খাটছে।” জানা গেছে ওই বস্তিতে প্রায় ৮০০ পরিবার বসবাস করে।
#MoteraStadium
Ahmedabad, India 🇮🇳
Seating capacity of more than 1,10,000
World's largest #Cricket stadium pic.twitter.com/FKUhhS0HK5— BCCI (@BCCI) February 18, 2020
“কেম ছো ট্রাম্প” অর্থাৎ “কেমন আছো ট্রাম্প” ও “হাউডি মোদি” এই দুই স্লোগানকে সামনে রেখে আমেদাবাদের নবরূপে সজ্জিত মোতেরা স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এক বর্ণাঢ্য অনুষ্ঠান। ফোর্বস ইন্ডিয়া সূত্রে জানা গেছে আগামী ২৪ শে ফেব্রুয়ারি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে নবরূপে সজ্জিত এই মোতেরা স্টেডিয়াম( সর্দার প্যাটেল গুজরাট স্টেডিয়াম) উদ্বোধন করবেন।
Kem Cho Trump: All you need to know about Ahmedabad's new #MoteraStadium, touted to be the world's largest cricket stadium, that US President #DonaldTrump and PM #NarendraModi will jointly inaugurate on February 24th https://t.co/SheVmGQY60 #Ahmedabad#SardarPatelStadium pic.twitter.com/1CKd2e1rVh
— Forbes India (@forbes_india) February 17, 2020
ইতিমধ্যে, এক বার্তায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে জানিয়েছিলেন যে সেই বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানাতে আমেদাবাদে ‘মিলিয়ন মিলিয়ন’ মানুষের জমায়েত হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584