ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:গত ২৪ ঘন্টায় ৩৮৮ নতুন করোনা আক্রান্তের ফলে গুজরাটে মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার পেরিয়ে গেল। নতুন ২৯ জনের মৃত্যুর ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪২৫ এ।
388 new #COVID19 positive cases have been reported in last 24 hours in Gujarat. Total positive cases stand at 7013 including 1709 cured/discharged and 425 deaths: Health Department, Gujarat pic.twitter.com/RCwL0x3sLy
— ANI (@ANI) May 7, 2020
তবে গত ২৪ ঘন্টায় ৩৮৮ জন নতুন আক্রান্তের মধ্যে ২৭৫ জনই আমেদাবাদের। মৃত ২৯ জনের মধ্যেও ২৩ জনই আমেদাবাদের। এমতাবস্থায় আমলাদের নতুন একটি দল আমেদাবাদের দায়িত্ব নিল। আগেই আজ মধ্যরাত্রি থেকে আগামী সাত দিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে ।
গতকালই আমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় যে শুধুমাত্র ওষুধ ও দুধের দোকান ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ থাকবে।ফলে লোকজনের হুড়োহুড়ি পড়ে যায় আগাম প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখার জন্য।
আরও পড়ুন:ভয়ানক ভাবে করোনা আক্রান্ত আমেদাবাদ, ওষুধ-দুধ বাদে সব দোকান বন্ধ
গুজরাট ডিজিপি শিবানন্দ ঝা বলেন যে কেন্দ্র ৭কোম্পানি অতিরিক্ত প্যারামিলিটারি ফোর্স পাঠিয়েছে। তিনি আরও বলেন, “৪ কোম্পানি বিএসএফ ও ১কোম্পানি রেপিড অ্যাকশন ফোর্স আমেদাবাদের কন্টাইন্মেন্ট এলাকায় নিযুক্ত করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584