ধর্মের ভিত্তিতে ওয়ার্ড! আমেদাবাদে করোনা চিকিৎসার হাসপাতালে

0
75

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

আস্থার ভিত্তিতে ভাগ করে করোনা রোগীদের চিকিৎসা করা হচ্ছে আমেদাবাদ সিভিল হাসপাতালে। জানা গেছে এই হাসপাতালে করোনা আক্রান্ত ও করোনা সন্দেহভাজনদের জন্য মোট ১২০০ বেডের ব্যবস্থা রয়েছে।

 

ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে বেড ভাগ করে চিকিৎসা করার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডঃ গুনবন্ত এইচ রাঠোর মন্তব্য করেন যে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ীই হিন্দু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড ও মুসলিম রোগীদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী নীতিন পাটেল মন্তব্য করেন ব্যাপারটি তাঁর জানা নেই।

ডঃ রাঠোর মন্তব্য করেন, “সাধারণত পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা বিভাগ থাকে। কিন্তু আমরা এখানে হিন্দু ও মুসলিমদের জন্য পৃথক পৃথক বিভাগ (ওয়ার্ড) তৈরি করেছি।” কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন,”এটা সরকারি সিদ্ধান্ত, আপনি তাদের জিজ্ঞেস করুন।”

এ বিষয়ে জিজ্ঞেস করা হলে উপমুখ্যমন্ত্রী নীতিন পাটেল সংবাদ মাধ্যমেকে জানান, “আমার ওই ধরনের কোন সিদ্ধান্তের কথা জানা নেই। সাধারণত মহিলা ও পুরুষদের আলাদা বিভাগ থাকে। আমি এটা খোঁজ নিয়ে দেখবো।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here