নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস ডে। তাই আজ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মুখ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে একটি ট্যাবলো বের করা হয়।
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, “এই প্রচার বাহক গাড়িটি আগামী ১৫ দিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলায় বিভিন্ন গ্রাম্য এবং শহরতলি এলাকায় প্রচার করবে। মূলত গ্রামীণ হাট বাজার এবং ব্লকের বিভিন্ন অঞ্চল গুলির সামনে প্রচার চালানো হবে।”
তিনি আরও জানান, রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে কবি গানের একটি টিম আনা হয়েছে কলকাতা থেকে, তারা জনবহুল এলাকায় তাদের কবি গানের দ্বারা এইডস বিষয়ে সচেতন করবেন স্থানীয়দের।
আরও পড়ুনঃ সুশৃঙ্খল আন্দোলনে পুলিশি মারধর মাদ্রাসা শিক্ষকদের
মূলত কি কারণে এই রোগ মানুষের মধ্যে হয়ে থাকে এবং কি ভাবে এই রোগের সাথে লড়তে হবে এই সচেতনতার বার্তাই দিলো দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584