নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
নবজাগরণের প্রাণপুরুষ মহান মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষে তাঁর এই চিন্তার জীবন্ত চর্চার উদ্দেশ্যে এনআরসি-সিএএ-এনপিআর এর বিরুদ্ধে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও’ র পক্ষ থেকে ১-৭ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ, কার্মাটার, শিলিগুড়ি থেকে কলকাতা কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর মূর্তির পাদদেশ পর্যন্ত “অঙ্গীকার যাত্রার” কর্মসূচী নেওয়া হয়েছে। এই কর্মসূচীর অঙ্গ হিসেবে মঙ্গলবার অর্থাৎ বীরসিংহের ঠাকুরদাস মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অঙ্গীকার যাত্রার শুভ সূচনা হয়।
বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে মাল্যদানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও’ র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মনিশংকর পট্টনায়ক।
আরও পড়ুনঃ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে শোভাযাত্রার আয়োজন
এই অঙ্গীকার যাত্রায় অংশ নিয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্ৰাম, হুগলি, বাঁকুড়া জেলার পাঁচ শতাধিক ছাত্র ছাত্রী সহ এই এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী এবং বহু বিশিষ্ট জনেরা। সকাল ১০ টায় ক্যুইজ প্রতিযোগিতা, মডেল প্রদর্শনী হয়।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মনিশংকর পট্টনায়ক বলেন-ছাত্র সংগঠন ডিএসও মহান বিদ্যাসাগর মহাশয়ের জীবন সংগ্রামের যথার্থ অনুশীলনের লক্ষ্যে ধর্মনিরপেক্ষ বিজ্ঞানভিত্তিক গণতান্ত্রিক শিক্ষার দাবীতে, নারীর অবমাননার বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির দাবীতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান৷ সমাজে নৈতিকতা ও মূল্যবোধের গভীর সংকট দূর করে মূল্যবোধ গড়ে তুলতে বিদ্যাসাগর মহাশয়ের জীবন সংগ্রাম পশ্চিমবাংলার হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার অঙ্গীকার আমরা গ্রহন করেন৷
আরও পড়ুনঃ মেদিনীপুরে আঙ্গিকমের ত্রয়োদশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান পালন
এই কর্মসূচীতে সভাপতিত্ব করেন বীরসিংহ ভগবতী হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, অর্ভ্যথনা সমিতির সভাপতি শক্তিপদ বেরা, উপস্থিত ছিলেন বীরসিংহ বিদ্যাসাগর তরুণ সংঘের সভাপতি সুব্রত ঘোষ, বিদ্যাসাগর স্মরণ সমিতির সম্পাদিকা অনুরূপা দাস ,বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের সদস্য অমল মাইতি সহ এলাকার বিশিষ্টজনেরা৷
অনুষ্ঠানের শেষে তিন শতাধিক ছাত্রছাত্রী খড়ারের উদ্যেশে রওনা দেয়৷ এই কর্মসূচী সফল করার জন্য বীরসিংহ সহ সংশ্লিষ্ট এলাকার জনসাধারনকে, অর্ভ্যথনা সমিতিকে আয়োজক সংস্থা এআইডিএসও’র পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় ৷
এদিন মেদিনীপুর শহরে বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করে বীরসিংহের উদ্দেশ্যে রওনা হয় ছাত্রছাত্রীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584