Delhi Oxygen Audit: রাজ্য সরকার ৪ গুণ বেশি অক্সিজেন চেয়েছে এমনটা ভাবার কারণ নেই, বললেন এইমস ডিরেক্টর

0
53

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের বহু রাজ্যে দেখা দেয় চূড়ান্ত অক্সিজেনের ঘাটতি। বিশেষত দিল্লির অক্সিজেন ঘাটতি এমন পরিস্থিতিতে পৌঁছয় যে কেন্দ্র যাতে চাহিদা অনুযায়ী অক্সিজেন যোগান দেয় তার জন্য কেজরিওয়াল সরকার শেষ পর্যন্ত সুপ্রীম কোর্টের দ্বারস্থ হতে বাধ্য হয়।

randeep guleria | newsfront.co
রণদীপ গুলেরিয়া। ফাইল চিত্র

ইতিমধ্যে দিল্লির একাধিক হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় বহু মানুষের। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়ের বেঞ্চ নির্দেশ দেয় দিল্লি সরকারের চাহিদা অনুযায়ী দৈনিক ৭০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ বজায় রাখতে হবে কেন্দ্রীয় সরকারকে, সেসময় তা মানতে বাধ্য হয় কেন্দ্র। পাশাপাশি সুপ্রীম কোর্ট এইমস-এর ডিরেক্টর ডা: রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে একটি অক্সিজেন অডিট কমিটি গঠন করে দেয়। সেই অডিট রিপোর্টে প্রকাশ হয় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চারগুণ বেশি অক্সিজেন চেয়েছিল দিল্লি সরকার। এই অডিট রিপোর্ট সামনে আসতেই বিজেপির পক্ষ থেকে শুরু হয় রাজনৈতিক তরজা।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ শিশদিয়া এই রিপোর্ট প্রসঙ্গে পাল্টা তির ছোঁড়েন বিজেপিকে নিশানা করে। একটি টুইটে তিনি লেখেন, অক্সিজেন অডিট কমিটির সব সদস্যের সই করা রিপোর্ট সামনে আনা হোক। এই রিপোর্ট বিজেপির দপ্তরে তৈরি করা হয়েছে এবং সুপ্রীম কোর্টে দাখিল করেছে কেন্দ্রীয় সরকার। বিষয়টি তাঁরা সুপ্রীম কোর্টকে জানাবেন, তাও তিনি লেখেন টুইটে।

বিজেপির মুখপাত্র সম্বিৎ পাত্র তৎক্ষণাৎ শিশদিয়ার টুইটে উত্তর দেন যে অক্সিজেন অডিট রিপোর্ট গত ৪ জুন জমা পড়ে স্বাস্থ্য সচিবের কাছে। স্বাস্থ্য মন্ত্রক এই বিষয়ে যে হলফনামা জমা দিয়েছে আদালতে সে সম্পর্কে যাবতীয় তথ্যও তিনি ওই টুইটে তুলে ধরেন। স্বাভাবিক ভাবেই চরমে ওঠে রাজনৈতিক বিতণ্ডা। ইতিমধ্যে একটি জাতীয়স্তরের টেলিভিশন চ্যানেলে সম্বিৎ পাত্র সাক্ষাৎকারও দেন দিল্লির অক্সিজেন কান্ড নিয়ে।

বাস্তবিক ক্ষেত্রে কিন্তু ধোপে টিকলো না সম্বিৎ পাত্রর দাবি। দেখা গিয়েছে অডিট প্যানেলে থাকা দুই সদস্যের তীব্র আপত্তি রয়েছে রিপোর্ট নিয়ে। ম্যাক্স হেলথ কেয়ারের ক্লিনিকাল ডিরেক্টর ডা: সন্দীপ বুধিরাজা ও দিল্লি সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি(হোম) ভুপিন্দর এস ভাল্লা জানিয়েছেন যে অডিট রিপোর্টের একাধিক বিষয়ের সঙ্গে তাঁরা সহমত নন। এমনকি রিপোর্টে যেখানে বলা হয়েছে অক্সিজেন সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার অনিয়ম করেছে, সে বিষয়টি একেবারেই মানতে নারাজ তাঁরা।

আরও পড়ুনঃ প্রয়োজনের তুলনায় চারগুণ বেশি অক্সিজেন চেয়েছে দিল্লি সরকার, রিপোর্ট অডিট কমিটির

সূত্র মারফত জানা গিয়েছে, ভুপিন্দর সিং ভাল্লা শুক্রবার একটি আভ্যন্তরীন নোটে জানিয়েছেন,সুপ্রিম কোর্টে যে রিপোর্টটি জমা দেওয়া হয়েছে তাতে তাঁর আপত্তির বিষয়টি যুক্ত করা হয়নি। অর্থাৎ অডিট প্যানেলের সমস্ত সদস্যদের অনুমোদন নেই এই রিপোর্টে। এমনকি এই রিপোর্ট যেভাবে তৈরি করা হয়েছে তা নিয়েও আপত্তি জানিয়ে তিনি চিঠি পাঠিয়েছিলেন এমন তথ্যও উঠে আসছে। তিনি জানিয়েছেন আগে থেকেই সিদ্ধান্ত কি হবে তার ওপর ভিত্তি করেই রিপোর্ট তৈরি করা হয়েছে।

এমনকি এইমস-এর ডিরেক্টর ডা: রণদীপ গুলেরিয়া যিনি এই অডিট টিমের নেতৃত্ব দিচ্ছেন তাঁর ব্যাখ্যা আদৌ মিলছে না জমা পড়া রিপোর্টের সঙ্গে। দিল্লি সরকার যে অক্সিজেনের চাহিদা নিয়ে অনিয়ম করেছে তা মানছেন না তিনিও। জাতীয় স্তরের একটি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, “দিল্লি সরকার অক্সিজেনের চাহিদা চারগুণ বাড়িয়ে দেখিয়েছে এই মন্তব্য সঠিক নয়। এছাড়া এই রিপোর্ট একটি অন্তর্বর্তী রিপোর্ট। আমাদের ফাইনাল রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। ”

এই রিপোর্ট প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, “আমার অপরাধ আমি দিল্লির দু কোটি মানুষের জীবনের জন্য লড়াই করেছি, আর প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে নির্বাচনী জনসভায় ব্যস্ত ছিলেন।” কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তিনি বলেন, “দয়া করে দিল্লীর বাসিন্দাদের মিথ্যাবাদী বলবেন না। তাঁরা তাঁদের স্বজনদের হারিয়েছেন অক্সিজেনের অভাবে।”

আরও পড়ুনঃ মুম্বাই হামলার শহীদ হেমন্ত কারকারেকে দেশভক্ত বলেন না ‘আসল’ দেশভক্তরা, বিতর্কিত মন্তব্য প্রজ্ঞা ঠাকুরের

তবে এই টুইট যুদ্ধে শেষ হাসি হেসেছেন বিখ্যাত সমাজকর্মী ধ্রুব রাঠি। তিনি ডা: গুলেরিয়ার সাক্ষাৎকারের একটি ছবি ও একটি সংবাদ মাধ্যমের খবর পোস্ট করে টুইট করেন, ” যখনই দেখবেন বিজেপি অ্যাকাউন্টগুলি থেকে কোন বিষয় নিয়ে অতিরিক্ত রাগত সুরে পোস্ট করা হচ্ছে তখন উচিত দুদিন ওই বিষয় নিয়ে একেবারেই মাথা না ঘামানো। দুদিন পরে ঠিক সামনে আসবে হয় সেটি মিথ্যে খবর নাহলে সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত নাটক। এটাই বিজেপি দীর্ঘদিন ধরে করে যাচ্ছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here