পিয়ালী দাস, বীরভূমঃ
মুরারইয়ে অনুব্রত মণ্ডলের জনসভা বুঝিয়ে দিল বাংলায় হায়দ্রাবাদের আসাউদ্দিন ওয়েসিসের রাজনৈতিক ভাবে কোনো ভবিষ্যৎ নেই। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের জনসভা ছিল বীরভূমের মুরারইয়ে। সম্পূর্ণ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বলে পরিচিত এই মুরারই।
চলতি বছরে মাত্র দু মাস বাকি বাংলার বিধানসভা নির্বাচনের, সেই নির্বাচনকে পাখির চোখ করে একত্রিত করতে ময়দানে নামছে হায়দ্রাবাদের ওয়েসির দল মিম। কিন্তু সংখ্যালঘু মানুষদের বাংলায় উন্নয়ন হয়নি বলে চিৎকার করে সংখ্যালঘুদের ভোট টানতে চাইছে তারা। কিন্তু সংখ্যালঘুদের নিয়ে বাংলায় রাজনীতি করতে এলে বাংলার মানুষরা তা মেনে নেবে না।
আরও পড়ুনঃ ‘মারের বদলা মার দেওয়া হবে’, যাদবপুরে হুঁশিয়ারি দিলীপ ঘোষের
বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আজকের জনসভা থেকে ফের তা প্রমাণিত করল।এদিনের জনসভা থেকে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল বিজেপিকে কটাক্ষ করে বলেন,”গত ৬ বছর ধরে কেন্দ্রীয় সরকার তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সব প্রতিশ্রুতি একটিও পালন করতে পারেননি। পেট্রোল ডিজেল ও গ্যাস কোন কিছুর দাম কমেনি।
আরও পড়ুনঃ মান ভাঙল না বৈশাখীর, মিছিলে অনুপস্থিত শোভনও! অস্বস্তিতে বঙ্গ বিজেপি
বিজেপি দেশে আসার পর থেকে ধর্মীয় হানাহানি বেড়ে গেছে। মানুষে মানুষে যে সম্প্রীতির বার্তা বহন করত তা নস্ট হয়ে গেছে। একটা রাজনৈতিক দল মানুষের মনে জায়গা করে নিতে পারে না। মানুষের জন্য কাজ না করলে মানুষ তাকে ছুঁড়ে ফেলে দেবে। বাংলায় একমাত্র কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584