মেটিয়াবুরুজে মিমের মঞ্চ বাঁধতে দিচ্ছে না তৃণমূল, আদালতে অভিযোগ

0
110

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

আগামীকাল মেটিয়াবুরুজে মিমের সভা। তাই আজ তৃণমূল তাদের মঞ্চ তৈরি করতে বাধা দিচ্ছে বলে আদালতের শরণাপন্ন হল মিম নেতৃত্ব।

Asaduddin Owaisi | newsfront.co
ফাইল চিত্র

বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বৃহস্পতিবার রাজ্যে প্রথম জনসভা করার কথা মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসির। কিন্তু সেই সভা ঘিরে রীতিমতো জটিলতা তৈরি হয়েছে। রাজ্য প্রশাসন এখনও হায়দরাবাদের সাংসদের সভার অনুমতি দেয়নি। অন্যদিকে মিম রাজ্য নেতৃত্বের অভিযোগ, মেটিয়াবুরুজে তাঁদের মঞ্চ বাঁধতে বাধা দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

মঞ্চ বাঁধার চেষ্টা করা হলে, তা করতে দেওয়া হচ্ছে না। মিমের রাজ্য সভাপতি জামিরুল হাসানের বক্তব্য,’এক সপ্তাহ আগে অনুমতি চাইলেও পুলিশ এখনও কোনও জবাব দেয়নি। উলটে মঞ্চ তৈরির কাজে বাধা দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতারা। ফলে আমরা সভার অনুমতি চেয়ে হাই কোর্টের স্বারস্থ হয়েছি।’ প্রসঙ্গত, বিহারের নির্বাচনে পাঁচটি আসন জয়ের পর এবার বাংলাকে পাখির চোখ করেছে মিম। হায়দরাবাদের সাংসদ রাজ্যের বেশ কিছু আসনকে টার্গেট করেছেন।

আরও পড়ুনঃ ভোটের আগে রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

মূলত হিন্দি এবং উর্দুভাষী মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে ভাল ফলের আশায় এগোচ্ছে ওয়েইসির দল। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার মেটিয়াবুরুজে অন্তত হাজার চল্লিশ লোক নিয়ে জনসভা করার কথা মিম-এর। কিন্তু মিমের রাজ্য নেতৃত্বের অভিযোগ, সাত দিন আগে থেকে পুলিশের কাছে সেই সভার জন্য অনুমতি চেয়ে চিঠি দেওয়া হলেও এখনও পুলিশের তরফে সাড়া মেলেনি। তাই বাধ্য হয়েই এই সভার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে একটি পিটিশন দায়ের করেছে রাজ্যের মিম নেতৃত্ব।

আরও পড়ুনঃ জোটের ধাক্কায় নন্দীগ্রামে সিপিআইয়ের জায়গা দখল করছে আইএসএফ

প্রসঙ্গত, রাজ্যে মিমের আগমনে রীতিমতো বিরক্ত শাসকদল তৃণমূল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসাদউদ্দিন ওয়েইসিকে বিজেপির ‘বি টিম’ বলে তোপ দেগেছেন। তৃণমূল মনে করছে ভোট কাটাকাটির অঙ্কে সুবিধা পেতে পারে গেরুয়া শিবির। তা বুঝতে পেরেই সম্ভবত মিমকে শুরু থেকেই চাপে রাখার চেষ্টা করছে শাসক শিবির বলে মনে করছে রাজনৈতিক মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here