কলাইকুন্ডা এয়ারফোর্সের ঠিকা শ্রমিকদের ছাঁটাইয়ের প্রতিবাদে আন্দোলন

0
71

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

করোনা পরিস্থিতিতে কাজ করার পরেও কর্মী ছাঁটাই কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশনের মেইনটেনেন্স বিভাগে। ২০০৫ সাল থেকে মেইনটেনেন্স বিভাগে কাজ করে আসছেন বেশকিছু ঠিকা শ্রমিক। সেই সংখ্যাটা আজ ১২৪। দীর্ঘদিন কাজ করার পরেও নেই কোনো স্থায়ীকরণের প্রশ্ন বরঞ্চ কর্মী ছাঁটাইয়ের নির্দেশ এসেছে কলাইকুন্ডাতে।

workers protest | newsfront.co
নিজস্ব চিত্র

কর্মী ছাঁটাই নির্দেশ আসার পর এই আন্দোলনে বসেছেন ঠিকা শ্রমিকের কাজে যুক্ত কর্মীরা। মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের অন্তর্গত কর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এয়ারপোর্টের বাইরে। গত ১০ ই নভেম্বর থেকে এই আন্দোলন শুরু হয়েছে।

আরও পড়ুনঃ কাশ্মীরে বরফ ধসে মৃত জওয়ান, আহত আরো দুই

আন্দোলনের চাপে পড়ে ইতিমধ্যেই ৫৭ জন কর্মীকে পুনর্বহালের নির্দেশ এসেছে বলেই কর্মীদের কাছে খবর। কিন্তু কর্মীদের দাবি সমস্ত কর্মীরা যারা কাজ করছিলেন প্রত্যেককেই কাজে পুনর্বহাল করতে হবে। এই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আজও তারা।

আরও পড়ুনঃ চাকরির দাবিতে ফের পথে টেট উত্তীর্ণরা, ধরনায় বসার আগেই গ্রেফতার

কাজ চলে গেলে সকল ঠিকা শ্রমিক কে সমস্যায় পড়তে হবে। তাই আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঠিকা শ্রমিক হিসেবে কর্মরত কর্মীরা। করোনা পরিস্থিতিতে যখন দিনরাত এক করে কাজ করে চলেছিলেন তারপর হঠাতই এই নির্দেশ আসায় সমস্যায় পড়তে চলেছে ঠিকা কর্মীরা।

তাই পুনর্বহালের দাবিতে আন্দোলন। তাদের দাবি না মানা হলে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে ওই ঠিকা কর্মীরা বুধবার জানান।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here