নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আজ ১৫ অগাস্ট। ভারতের ৭৪ তম স্বধীনতা দিবস। ঠিক এই স্বাধীনতা দিবসের আগের রাতেই কাজ হারালেন এয়ার ইন্ডিয়ার ৪৮ জন পাইলট। ঋণের দায়ে অর্থনৈতিক ভাবে ধুঁকছে সরকারি বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া। কোষাগার প্রায় গড়ের মাঠ। সংকটকালে গোদের উপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে করোনা মহামারী।

ফলে খরচ কমাতে স্বাধীনতা দিবসের আগের রাতে ৪৮ জন পাইলটকে ছাঁটাই করা হয়েছে বলে জানিয়েছে বিমানসংস্থাটি। এদের মধ্যে অনেকে আবার কাল রাত অবধি ‘বন্দে ভারত’ মিশনের অধীনে বিমান উড়িয়েছেন। এমনকি যখন এয়ার ইন্ডিয়া এমন মারাত্মক সিদ্ধান্ত নিয়েছে সেই সময় অন্যান্য দিনের মতোই কর্তব্য অনুযায়ী কেউ কেউ প্লেনের ককপিটে বসেছিলেন। কেউ বা বিমান নিয়ে ছিলেন মাঝ আকাশে।
শুক্রবার রাতে এয়ার ইন্ডিয়ার তরফে ফরমান জারি করে ওই ৪৮ জন পাইলটকে তৎক্ষণাৎ চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরা প্রত্যেকেই গতবছর পদত্যাগ করেছিলেন। পরে আবার নিয়ম অনুযায়ী ৬ মাসের নোটিস পিরিয়ডের মধ্যে সেই ইস্তফাপত্র প্রত্যাহার করে কাজেও যোগ দেন।
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির ভাষণে রামমন্দির প্রসঙ্গ
কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত তখন মেনেও নেয়। এবং তাঁদের কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু শুক্রবার রাতে হঠাৎই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এবং এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে আপনাদের ইস্তফাপত্র প্রত্যাহারের যে সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছিল, তা বাতিল হল। এবং শুক্রবার রাত ১০টা থেকেই তাঁদের কাজ থেকে অব্যাহতি নিতে বলা হয়।
আরও পড়ুনঃ করোনা লড়াইয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মুখ লব আগরওয়াল নিজেই আক্রান্ত
আরও দুঃখজনক বিষয় হল, এই ৪৮ জনের যে চাকরি যাবে, তা সংস্থা তাঁদের আগে জানানোরও প্রয়োজন বোধ করেনি। যে কারণে সংস্থা যখন চাকরি যাওয়ার বিজ্ঞপ্তি জারি করল তখনও এদের মধ্যে কয়েকজন ককপিটে বসে বিমান চালাচ্ছিলেন।
আচমকা কর্মী ছাঁটাইয়ের প্রসঙ্গে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ যুক্তি দিয়েছে যে, করোনা পরিস্থিতির আগে যে বিপুল সংখ্যক বিমান চলাচল করত, এখন তা অনেক কমে গিয়েছে। অদূর ভবিষ্যতে পরিস্থিতির উন্নতির কোনও লক্ষণও দেখা যাচ্ছে না। আপাতত বিমান সংস্থা বিপুল পরিমাণ লোকসানে চলছে। এই পরিস্থিতিতে এই কর্মীকে সঠিক ভাবে বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণেই ৪৮ জন পাইলটকে ছাঁটাই করা হয়েছে।
এদিকে, এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের এই আচরণকে ‘বেআইনি’ আখ্যা দিয়েছে পাইলটদের সংগঠন ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলটস অ্যাসোসিয়েশন (আইসিপিএ)। এ বিষয়ে সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584