সমর্পিতা বন্দোপাধ্যায়, ওয়েবডেস্কঃ
এবার বিদেশ থেকে ভারতীয়দের ফেরাতে দ্বিতীয় পর্যায়ের এআই বুকিং শুরু করলো। আগামী ১৬ মে থেকে বন্দে ভারত অভিযানের দ্বিতীয় পর্যায়ে ৩১টি দেশে ছড়িয়ে থাকা বিচ্ছিন্ন ভারতীয়দের ফিরিয়ে আনতে ১৪৯টি উড়ান চালু হবে।
বন্দে ভারত অভিযানের প্রথম পর্যায়ে এখনো অবধি ৮,০০০ ভারতীয় দেশে ফিরেছেন। ১৫ মে প্রথম পর্যায়ের অভিযান শেষ হচ্ছে।তবে এখন থেকেই শুরু হলো দ্বিতীয় পর্যায়ের বুকিং শুরু করল এয়ার ইণ্ডিয়া। করোনা মহামারিতে যখন বেশিরভাগ দেশগুলো লক ডাউনকে হাতিয়ার করে নিজ নিজ দেশে করোনা পরিস্থিতির মোকাবিলা করছিলো তখন বহু ভারতীয় বিদেশে গিয়ে আটকে পড়েন। কিন্তু মোদীর সরকারের “বন্দে ভারত অভিযানের ” হাত ধরে দেশে ফিরেছে বহু মানুষ।
আরও পড়ুনঃ আত্মনির্ভর ভারত অভিযান আর্থিক প্যাকেজের দ্বিতীয় অংশ ঘোষণা নির্মলার
আগামী ১৬ মে থেকে দ্বিতীয় পর্যায়ে ৩১টি দেশে ছড়িয়ে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে ১৪৯টি উড়ান চালু হবে বলে সূত্রের খবর। অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরী টুইট করে বলেছেন যে, “বাহরাইন, নেওয়ার্ক, ম্যানিলা, দুবাই, মাসক্যাট, সিঙ্গাপুর, দাম্মাম ও কুয়ালা লামপুর থেকে ১২ মে মধ্যরাত পর্যন্ত মোট ১১টি উড়ানে ২,১৭১ জন দেশে ফিরেছেন।”
এই-এর তরফে টুইট করা হয়েছে, তাতে বলা হয়েছে হে ভারত থেকে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ফ্র্যাঙ্কফার্ট, প্যারিস ও সিঙ্গাপুরের নির্বাচিত গন্তব্যের যাত্রার জন্য ১৪ মে বিকেল ৫টা তেকে বুকিং চালু হবে। সংস্থার ওয়েবসাইট ছাড়াও এই বিষয়ে তথ্য পাওয়া যাবে ০১২৪২৬৪১৪০৭, ০২০২৬২৩১৪০৭. ১৮৬০২৩৩১৪০৭ নম্বরে ফোন করে।ওয়াকিবহাল সূত্রে খবর, এর মধ্যে বেশিরভাগ উড়ানই দিল্লি থেকে শুরু হবে।
আগামী ১৮ মে থেকে ৩ জুনের মধ্যে ফিরবে এয়ার ইন্ডিয়ার বিমান। অধিকাংশ বিমানই নামবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। সিডনি, সিঙ্গাপুর, মস্কো, ফ্র্যাঙ্কফার্ট, শিকাগো, কিয়েভ, আলমাতি, ইয়েরেভান, দুশানবে, বিশকেক, থেকে আটকে পড়া ভারতীয় দের নিয়ে আসবে এআই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584