আতশবাজির ধোঁয়ায় ঢাকল পাঞ্জাবের আকাশ, লাগামছাড়া বায়ু দূষণ

0
65

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

২০১৭ সালের পর দু’ বছর ধরে শীতের আগের এই সময়টিতে পাঞ্জাবের আবহাওয়া ‘খারাপ’ ই থাকে, শীতের আগে খড় পোড়ানোর জেরে কৃষিপ্রধান রাজ্য পাঞ্জাবের আকাশের নীল রঙ দেখা যায় না বহু বছর ধরেই বরং আকাশ থাকে মেঘলা। কিন্তু এবারে সেই খারাপের সীমা অতিক্রম করে ‘খুব খারাপে’ পৌঁছল আবহাওয়া।

light | newsfront.co
ছবিঃ পিটিআই

বায়ু দূষণ মাপা হয় এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সাহায্যে(AQI)। দীপাবলি উৎসব মরসুম থেকে বাজির ধোঁয়ায় ঢাকা পাঞ্জাবের আকাশ। ফলস্বরূপ এই অতি খারাপ পরিমাণ দূষণমাত্রা। পাঞ্জাবের দূষণ নিয়ন্ত্রক বোর্ডের তথ্যে দেখা গিয়েছে অমৃতসর, লুধিয়ানা, পাতিওয়ালাতে আবহাওয়ার পরিস্থিতি উদ্বেগের।

আরও পড়ুনঃ দীপাবলিতে বিরল দূষণহীন অভিজ্ঞতার সাক্ষী আলোর ছটায় উদ্ভাসিত মহানগর

একে খড় পোড়ানো ধোঁয়া তার উপর বাজির ধোঁয়া, সবমিলিয়ে একিউআই (AQI) ইন্ডেক্সে ফল অত্যন্ত খারাপ। সে রাজ্যের বেশিরভাগ শহরেই দূষণের মাত্রা লাগামছাড়া।

বাংলায় বরং এবছর বাজি পোড়ানোয় কলকাতা হাই কোর্টের নিষেধাজ্ঞা থাকায় এবং সে নিষেধাজ্ঞা পালনে প্রশাসনিক সক্রিয়তার ফলে পরিবেশ অনেক মনোরম এবং পরিষ্কার। ভাইফোঁটার দিনে তাই সকাল থেকেই ঝলমলে আকাশ। ঠান্ডার হালকা আমেজও রয়েছে। বাতাসে দূষণের মাত্রা অন্যান্য বারের থেকে অনেক কম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here