শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
লকডাউনে শুধু সংক্রমণের শৃঙ্খল ভঙ্গ নয়, শুদ্ধ হচ্ছে শহরের পরিবেশও। সাপ্তাহিক লকডাউনের তৃতীয় দিনে বুকভরে শ্বাস নিয়েছে শহরের ফুসফুস। ন্যাশানাল এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বুধবার সকাল থেকে শহরের সর্বত্র সবুজ নিয়ন্ত্রণরেখার নিচে এসেছে বায়ু দূষণের পরিমাপ। তার মধ্যে শহরের সবচেয়ে নির্মল জায়গা বালিগঞ্জ।
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে খবর, রাজ্যে পূর্ণ লকডাউনের তৃতীয় অধ্যায়ে ফোর্ট উইলিয়াম, ভিক্টোরিয়া ও সল্টলেক বায়ু দূষণের পরিমাপের চেহারা সবুজ ইনডেক্সেই ঘোরাফেরা করেছে। বেলা যত বেড়েছে তত কমেছে দূষণের মাপ। পরিবেশবিদদের ব্যাখ্যা, একদিকে কড়া লকডাউন, অন্যদিকে মাঝে মধ্যেই বৃষ্টি ও মেঘলা আকাশ কলকাতার দূষণকে লকডাউনের দিনে ফের এক ধাক্কায় “সবুজ” করে দিল। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বলেন, ‘লকডাউন-বৃষ্টির যুগলবন্দিতেই শহরের দূষণমাত্রা এত নিচে নেমে গিয়েছে।’
আরও পড়ুনঃ ব্যবসা বন্ধেও করোনা গাইডলাইন মেনে মাতৃবন্দনা সোনাগাছির
প্রসঙ্গত, শহর কলকাতার ৭ জায়গায় বায়ূ দূষণ পরিমাপের মিটার বসানো আছে। ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী এদিন সমস্ত জায়গাতেই বায়ু দূষণের পরিমাপ খতিয়ে দেখেছেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তারা। ভিক্টোরিয়া মেমোরিয়ালে বুধবার সকাল ৭টায় বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণা পিএম ২.৫ ছিল ৪৩ মাইক্রোগ্রাম। সকাল ৮টায় ৪২ মাইক্রোগ্রাম। সকাল ৯ টায় ৪১ মাইক্রোগ্রাম। সকাল ১০ টায় ৪০ মাইক্রোগ্রাম।
ময়দান চত্বরের কাছে ফোর্ট উইলিয়ামের মিটার বলছে, সকাল ৭টায় মাত্রা ছিল ৪৩ মাইক্রোগ্রাম, সকাল ৮টায় মাত্রা ছিল ৪২ মাইক্রোগ্রাম, সকাল ৯টায় ছিল ৪২ মাইক্রোগ্রাম ও সকাল ১০টায় ছিল ৪২ মাইক্রোগ্রাম। দক্ষিণে রবীন্দ্র সরোবরেও পরিস্থিতি যথেষ্ট আশাব্যাঞ্জক। সকাল ৭টায় ছিল ৪৩ মাইক্রোগ্রাম, সকাল ৮টা থেকে সকাল ১০টায় ছিল ৪২ মাইক্রোগ্রাম। বালিগঞ্জ এলাকায়, সকাল ৭টায় ছিল ৩৩ মাইক্রোগ্রাম, সকাল ৮টা ও সকাল ৯টায় ছিল ৩২ ও ৩১ মাইক্রোগ্রাম। সকাল ১০টায় ছিল ৩০ মাইক্রোগ্রাম।
আরও পড়ুনঃ বক্সা বাঘ-শূন্য, শীর্ষে করবেট
যাদবপুরে দূষণের পরিমাপে দেখা গিয়েছে, সেখানে সকাল ৭টায় ছিল ৩৮ মাইক্রোগ্রাম। সকাল ৮ টায় ছিল ৩৮ মাইক্রোগ্রাম। সকাল ৯ টায় ও সকাল ১০ টায় ছিল ৪৮ মাইক্রোগ্রাম। এবার উত্তরের দূষণের পরিমাপ নিতে গিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা গিয়েছে, সেখানে সকাল ৭টায় ছিল ৯৩ মাইক্রোগ্রাম। সকাল ৮টা ও সকাল ৯টায় ৯১ মাইক্রোগ্রাম। সকাল ১০টায় ছিল ৯০ মাইক্রোগ্রাম। বিধাননগর চত্বরেও সকাল ৭টায় ছিল ৩৮ মাইক্রোগ্রাম। সকাল ৮ ও সকাল ৯টায় ছিল ৩৮ মাইক্রোগ্রাম। সকাল ১০টায় ছিল ৩৬ মাইক্রোগ্রাম।
কিন্তু আচমকা শহরে বাতাসে এত দূষণ কমে যাওয়ার কারণ কি? পরিবেশবিদদের ব্যাখ্যা, লকডাউনের কারণে কড়াকড়ি ভাবে ভোর থেকে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। দোকান বন্ধ থাকায় সেখান থেকেও দূষণ ছড়ায়নি। অন্যদিকে গত কয়েকদিন ধরে বৃষ্টির জেরে এমনিতেই মহানগরে দূষণমাত্রা নেমে গিয়েছে। তারপর এ দিনের লকডাউনে আরও সতেজ হয়ে উঠেছে শহরের ফুসফুস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584