নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
অমিতাভ এবং অভিষেক বচ্চনের পর এবার করোনা আক্রান্ত হলেন বচ্চন পরিবারের আরও দুই সদস্য। রবিবার ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যারও কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে জয়া বচ্চনের সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ। রবিবার দুপুরে হঠাৎ টুইট করে এমনটাই জানান মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।
ছবিঃ ইনস্টাগ্রামরবিবার সকালে জানা গিয়েছিল ঐশ্বর্য, জয়া এবং আরাধ্যা-এই তিন জনেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এরপরই দুপুরে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী টুইট করে জানান যে, ঐশ্বর্য এবং আরাধ্যার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পরেছে। কিন্তু এর কিছুক্ষণ পরেই সেই টুইট ডিলিট করে দেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। তারপরই তৈরি হয়েছে ধোঁয়াশা।
Aishwarya Rai Bachchan and her daughter Aaradhya Bachchan test positive for #COVID19. Jaya Bachchan tests negative: Maharashtra Health Minister Rajesh Tope pic.twitter.com/lpLvLGufxk
— ANI (@ANI) July 12, 2020
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন
মুম্বই শহরে দুটি বাড়ি রয়েছে বচ্চন পরিবারের। একটির নাম জলসা অন্যটির নাম জনক। সূত্রের খবর, জলসাকে পুরোপুরি সিল করে দিয়েছে বৃহন্মুম্বাই কর্পোরেশন। একই সঙ্গে ওই এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে।
আরও পড়ুনঃ করোনার কবলে অনুপম খেরের পরিবার
শনিবার রাতে অমিতাভ বচ্চন টুইট করে জানান, তিনি করোনা আক্রান্ত হয়েছেন। টুইটে বিগবি লেখেন, “আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। হাসপাতালে ভর্তি হয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আমার পরিবার ও কর্মীদের সকলেরই কোভিড টেস্ট করা হচ্ছে। অনুরোধ করব, গত দশ দিনে আমার খুব কাছাকাছি যাঁরা এসেছেন তাঁরা প্রত্যেকেই নিজেদের কোভিড টেস্ট করান।”
অমিতাভ বচ্চনের এই টুআটের একঘন্টা পরেই অভিষেক বচ্চন একটি টুইট করেন। তাতে লেখেন যে তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন। অমিতাভ এবং অভিষেক বচ্চনকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবারে জানা যায় যে, তাঁদের দু’জনের অবস্থাই স্থিতিশীল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584