অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
নজর কাড়া ফিরে আসা টিম ইন্ডিয়া। ৩৬ রানের লজ্জা নিয়ে মেলবোর্ন এসেছিল ভারত। বিরাট কোহালি ও মহম্মদ শামির অনুপস্থিতি বুঝতেই পারলো না ভারত। অজিঙ্ক রাহানের শতরানের উপর ভর করে ভারত শেষ হাসি হাসলো এমসিজিতে। তবে রাহানে পুরো দলকেই কৃতিত্ব দিচ্ছেন।
রাহানে ম্যাচ শেষে বলেন, “এই জয়টা আমাদের পুরো দল গত সাফল্য। উমেশ চোট পেয়ে বেরিয়ে গেলেও আমাদের অসুবিধা হয়নি জাদেজা ছিল।“ রাহানে আরও বলেন, “শুভমন বহু দিন ধরে ভাল খেলছে ঘরোয়া ক্রিকেটে। এই ম্যাচেও ও নিজের প্রতিভার প্রমাণ দিয়েছে। সিরাজ দেখিয়েছে এক ভাবে বল করে যেতে পারেও। অভিষেক ম্যাচে এই শৃঙ্খলা বজায় রাখা খুব কঠিন।
আরও পড়ুনঃ কিংবদন্তিকে অভিনব শ্রদ্ধা
ওকে ভবিষতের জন্য ওকে । এই জয় ভুলে আমরা পরের টেস্টে মনোসংযোগ করব। ওই টেস্টেও আমরা জিততে চাই।
আরও পড়ুনঃ মেলবোর্নে জিতে সিরিজে সমতা ফেরালো ভারত
প্রথম টেস্টে হার নিয়ে তিনি বলেন, “সবাই অ্যাডিলেড নিয়ে কথা বলছিল। এক ঘণ্টায় বদলে গিয়েছিল সেই ম্যাচে অনেক কিছু আমরা শিখেছি সেই হার থেকে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584