বিরাটকে রান আউট করার জন্য ক্ষমা চেয়েছিলামঃ রাহানে

0
61

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

ক্রিকেট জীবনের বড় পরীক্ষার মুখোমুখি অজিঙ্ক রাহানে। একে বিরাট কোহলি দেশে ফিরে যাওয়ায় অধিনায়ক হতে হবে অন্যদিকে প্রথম টেস্টে তাঁর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয়েছিল বিরাটকে। তার জন্য সেদিনই কোহলির কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন রাহানে।

rahane | newsfront.co

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, “প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর ‘সরি’ বলেছিলাম বিরাটকে। ও মেনে নিয়েছিল, বুঝেছিল। তবে ক্রিকেটে এগুলো ঘটেই থাকে। আর সেটা মেনেই চলতে হয়। ব্যাপার গুলো স্পোর্টিংলি নেওয়া উচিত।”

আরও পড়ুনঃ প্রথম টেস্টের একাদশই ধরে রাখবে অস্ট্রেলিয়া

অনেকে বলছেন তার চাপ কিন্তু রাহানে বলেন বিরাট তাকে সাহস জোগায় তিনি বলেন, “যাওয়ার টিম ডিনারে প্রত্যেকের সঙ্গে ও কথা বলেছিল। দল হিসেবে নিজেদের মেলে ধরতে বলেছিল ও। সবাইকে ইতিবাচক থাকতেও বলেছিল। আর আমরা সারা বছর ধরে এটাই করে এসেছি। একে অন্যের জন্য খেলা, একে অন্যর সাফল্য উপভোগ করা, এগুলোই হল শক্তি।

আরও পড়ুনঃ মেলবোর্ন টেস্ট থেকে বাদ ঋদ্ধি, পৃথ্বী

আশা করি আমরা দল হিসেবে খেললে অসুবিধা হবে না।” পিতৃত্বকালীন ছুটিতে বিরাট, তার ডেপুটি বলছেন, “এই সময়টা স্পেশাল। ও পরিবারকে সময় দিক আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সামলে নেব ওকে বিরক্ত করছি না।“এরপর তিনি বলেন, “২০১৭ সালে ধরমশালাতে এমনই খারাপ অবস্থা ছিল আমিই নেতৃত্বে দিয়েছিলাম সেখান থেকে ফিরে এসেই ঘুরে দাঁড়িয়েছিলাম তাই আমাদের কাছে বিষয়গুলো নতুন নয় আমরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসি।

আর প্রথম টেস্টে তো আমরা ভালো খেলেছি লিড পাই প্রথম ইনিংসে শুধু দ্বিতীয় ইনিংসে একটা ঘন্টা সব শেষ করে দেয় আমরা বেশি ভাবছি না। অনুশীলন করছি পর্যাপ্ত ভুলত্রুটি গুলো সব ঠিক করছি।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here