অধিনায়কের দায়িত্বই বদলে দিল ব্যাটসম্যান রাহানেকে

0
59

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

অধিনায়কের দায়িত্ব যে তাকে কতটা চার্জ করে সেটা ফের দেখালেন অজিঙ্ক রাহানে। পিতৃত্বকালীন ছুটি নিয়ে অ্যাডিলেডের প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে গেছেন বিরাট কোহলি।

Rahane | newsfront.co

কোহলির জায়গায় স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হিসাবে মেলবোর্নে দ্বিতীয় টেস্ট থেকে ভারতের দায়িত্ব রাহানের কাঁধে। তার ক্যাপ্টেন্সিতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৫ রানে গুটিয়ে যায়। এবার প্রথম ইনিংসে ব্যাটসম্যান রাহানে দায়িত্ব নিয়ে অধিনায়কের ইনিংস খেলে শতরান করলেন।

অধিনায়ক হিসাবে এটা তার প্রথম শতরান।একই সঙ্গে মেলবোর্নে কোনো ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই নিয়ে তার জোড়া শত রান হল তিনি ছুঁলেন প্রাক্তন ভারতীয় অল রাউন্ডার বিনুমানগরকে তারও এমসিজিতে দুটো শত রান আছে।

আরও পড়ুনঃ  জয়দ্বীপকে পুর্নবিবেচনার প্রস্তাব মোহনবাগান- মহামেডানের, অনড় সচিব

যেখানে স্টিভ স্মিথের মত স্টার প্লেয়ার রান করতে ব্যর্থ হয়েছেন সেখানেই রাহানে অস্ট্রেলিয়ার বোলারদের আগুন সামলে দ্বিতীয় দিনের শেষে করলেন অপরাজিত ১০৪ রান। ২০০ বল খেলে ১২টি বাউন্ডারির সাহায্যে এই ১০৪ রান এল তার ব্যাট থেকে। টেস্ট ক্রিকেটে এটি তার ১২ তম শতরান।

ইদানীংকালে ব্যাট হাতে বিশেষ রান করতে পারছিলেন না রাহানে। গত তিন বছর মাত্র দুটো টেস্ট শতরান রয়েছে তাঁর। এই দুটোয় এসেছে গত বছর আগস্ট এবং অক্টোবরে। তারপর থেকে রানের অল্প খরা চলছিল রাহানের ব্যাটে। ফলে তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল।

আরও পড়ুনঃ ডিফেন্স ব্যর্থতায় চেন্নাই ম্যাচেও ড্র ইস্টবেঙ্গলের

আর সব সমালোচনার জবাব দিলেন শতরান করে। ৬৪ রানে ভারতের ৩ উইকেট পতনের পর ম্যাচের রাশ অনেকটাই অস্ট্রেলিয়ার দিকে ছিল। কিন্তু সেখান থেকে প্রথমে হনুমা বিহারী, তারপর ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজাকে সঙ্গী করে ব্যাটিং জাদু দেখালেন তিনি। আর তার নেতৃত্বে ভারত যদি টেস্ট জিতে সিরি জে সমতা ফেরায় সেটাও বড় নজির হবে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here