নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ছোট আঙারিয়া গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে গড়বেতা থানার বোস্টম মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়।ওই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি,তৃণমূল নেতা বক্তার মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি উত্তরাসিংহ হাজরা,বিধায়ক আশীষ চক্রবর্ত্তী,শ্রীকান্ত মাহাতো, সহ আরও অনেকে।
গড়বেতার বোস্টম মোড় থেকে মিছিল করে ছোট আঙারিয়া গ্রামে গিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের নেতারা। উল্লেখ করা যায় ২০০১ সালের চৌঠা জানুয়ারি গড়বেতা থানার ছোট আঙারিয়া গ্রামে নৃশংসভাবে তৃণমূল কংগ্রেসের পাঁচ জন কর্মী কে বক্তার মন্ডলের বাড়িতে আগুন লাগিয়ে খুন করেছিল সিপিএমের হার্মাদ বাহিনি। এরপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কিন্তু এখনও খুনিরা শাস্তি পায়নি।
রাজ্যে ২০১১ সালে পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেস ছোট আঙারিয়া গ্রামে গিয়ে প্রতিবছর শহীদদের শ্রদ্ধা জানাতে ছোট আঙারিয়া দিবস পালন করে।ওই গণহত্যার অন্যতম প্রত্যক্ষদর্শী বক্তার মণ্ডল প্রাণে বেঁচে গিয়েছিলেন। তাই এ বছরও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছোট আঙারিয়া গণহত্যা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে প্রতিবছরের মতো এবছরও ছোট আঙারিয়া গ্রামে সভা করা হয়নি। কারণ সভায় ২০ হাজারেরও বেশি মানুষ শামিল হয়েছিলেন।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই এখানে শাড়ি পরা হিটলার রাজত্ব চালাচ্ছেঃ সায়ন্তন বসু
তাই সোমবার গড়বেতার বোষ্টম মোড়ে সভার আয়োজন করা হয়েছিল। ওই সভা থেকে তৃণমূলের নেতারা বলেন ছোট আঙারিয়া গ্রামে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস। যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন ছোট আঙারিয়া গণহত্যা দিবস উদযাপন অনুষ্ঠান করবে। সেই সঙ্গে নিহত শহীদদের পরিবারের পাশে থাকবে।
এদিন প্রকাশ্য সমাবেশে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি তীব্র ভাষায় শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন। তিনি শুভেন্দু অধিকারীকে কাপুরুষ বলেন। তিনি বলেন, “এক কোটি শুভেন্দু অধিকারী ও দুই কোটি দিলীপ ঘোষ আসলেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না বাংলায়। বাংলায় ক্ষমতায় আসবে যিনি জনগনের পাশে থাকেন জনগণের কাজ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়।”
আরও পড়ুনঃ পুরোনো কর্মীরা অপ্রয়োজনীয়- কোচবিহারে জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল কার্যকরী সভপতির
সেই সঙ্গে তিনি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলায় ৩৫ টি বিধানসভা আসন রয়েছে। সেই ৩৫টি বিধানসভায় বিজেপি জিতবে বলে শুভেন্দু অধিকারী বলেছেন। এই পঁয়ত্রিশটি বিধানসভার পাঁচটা বিধানসভা আসন জয়লাভ করে শুভেন্দু অধিকারী দেখাক বলে শুভেন্দুকে তীব্র ভাষায় কটাক্ষ করেন তিনি।
সেই সঙ্গে অজিত মাইতি বলেন,”যার মাথার চুল থেকে নখ পর্যন্ত দুর্নীতিতে ভরা, যিনি লক্ষ কোটি টাকার দুর্নীতি করেছেন তার মুখে চোর শব্দ মানায়নি। উনি ডাকাতের থেকেও আরও বেশি। উনি নাকি মার্জিন বাড়ানোর জন্য বিজেপিতে যোগদান করেছেন,উনি মার্জিন বাড়ানোর জন্য নয়, উনি বিজেপিতে যোগ দেওয়ায় বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে।”
আরও পড়ুনঃ পুজো দেবেন অভিষেক, নিরাপত্তা বেষ্টনীতে তোর্ষা কালী মন্দির
বাংলার মানুষ ওই বেইমান,কাপুরুষ শুভেন্দু অধিকারীকে তার যোগ্য জবাব দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে অজিত বাবু জানান। তিনি জোর গলায় বলেন,”ক্ষমতা থাকলে, উনি গড়বেতায় তৃণমূল প্রার্থীকে হারিয়ে দেখাক। কত ধানে কত চাল হয় তখনই বোঝা যাবে।”এদিনের সমাবেশে গদ্দার শুভেন্দু হটাও বাংলা বাঁচাও, সাম্প্রদায়িক বিজেপি হটাও দেশ বাঁচাও আওয়াজ তোলেন দলীয় নেতৃত্বরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584