নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
বাবার দেখে নিজেই কালী প্রতিমা বানিয়ে ফেলল বছর দশেকের আকাশ দাস। বেলিয়াবাড়া ব্লকের রান্টুয়া কুমোরটুলি, তপন দাস নামে এক ব্যক্তি দ্বারা পরিচালিত এই কুমোরটুলি। তিনি পেশায় মৃৎ শিল্পী,সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকেন প্রতিমা তৈরিতে। তার প্রতিমা বানানো দেখেই নিজের হাতে একটি ছোট্ট প্রতিমা বানিয়ে ফেলল তার ছেলে।
এ নিয়ে বছর দশেকের আকাশ দাস বলেন, ‘আমি আমার নিজের ইচ্ছায় এই ছোট্ট কালী প্রতিমাটি বানিয়েছি। আশা করছি কালকের মধ্যে এটা সম্পূর্ণ তৈরি করতে পারব। অনেক আগেই হয়ে যেত কিন্তু বৃষ্টির জন্য হয়নি।’ এই ধরনের চিন্তাধারার কারন জানতে চাইলে সে বলে, ‘আমি ছোটো বেলা থেকেই দেখছি বাবা মাটির প্রতিমা বানাচ্ছেন। ওনার দেখেই আমি শিখেছি এবং বানিয়েছি।’
আরও পড়ুনঃ বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে গান গেয়ে মন জয় অর্পিতার
এ নিয়ে ক্ষুদে শিল্পীর বাবা তপন দাস বলেন,’ও ক্লাস ফাইভে পড়ে। আমার ছেলে আমার দেখেই প্রতিমা বানিয়েছে৷ কেউ ওকে জোর করেনি। আমি আশা করেছিলাম না যে ও এত সুন্দর প্রতিমা বানাতে পারবে। তবে এবছর ছোটো প্রতিমা বানিয়েছে। আগামী দিনে আশা করবো বড় প্রতিমারও কাজ করতে পারবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584