ওয়েবডেস্কঃ
মুলায়ম সিং যাদবের জেতা আসনে এবার লড়বেন ছেলে অখিলেশ যাদব।
Samajwadi Party releases its list of star campaigners; Akhilesh Yadav, Ram Gopal Yadav, Azam Khan, Dimple Yadav and Jaya Bachchan included in the list; Mulayam Singh Yadav's name not there. #LokSabhaElections2019 pic.twitter.com/QUZYpoC6ce
— ANI UP (@ANINewsUP) March 24, 2019
প্রাথমিক যে ৪০ প্রার্থী তালিকা প্রকাশ করেছে সমাজবাদী পার্টি তাতে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে।যার মধ্যে অন্যতম মুলায়ম সিং যাদবের জেতা আসন আজমগঢ় থেকে লড়বেন এবার প্রথম বারের জন্য লোকসভা নির্বাচনে লড়াই করতে নামা ছেলে অখিলেশ যাদব।
গত লোকসভা নির্বাচনে মুলায়ম সিং যাদব যে দুটি নির্বাচনী কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তার মধ্য একটি ছিল এই আজমগঢ়। আরেকটি ছিল মণিপুরী।২০১৪ সালে আজমগঢ় থেকে লক্ষাধিক ভোটে বিজেপি প্রার্থী রমাকান্ত যাদবকে পরাজিত করেছিলেন মুলায়ম সিং যাদব।
আরও পড়ুনঃগুজরাটঃউচ্চবর্ণের কিশোরীর সাথে সম্পর্কের জেরে বেধড়ক মার দলিত কিশোরকে
যে চল্লিশ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে আছেন আজম খান , ডিম্পল যাদব ও জয়া বচ্চন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584