কোটি কোটি টাকা খরচ করে মিথ্যা প্রতিশ্রুতির ভার্চ্যুয়াল সমাবেশঃ অখিলেশ

0
45

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব-এর রোষানলে এখন বিজেপির ভার্চুয়াল র‌্যালি। বিহার ও পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য ভার্চুয়াল র‌্যালির পিছনে কোটি কোটি টাকা খরচ করছে ভারতীয় জনতা পার্টি। এভাবেই গেরুয়া দলের তীব্র সমালোচনা করেন অখিলেশ যাদব। মঙ্গলবারই ‘জনসংবাদ র‌্যালি’-র মাধ্যমে বাংলায় সরকার পরিবর্তনের ডাক দেন বিজেপির ‘চাণক্য’ অমিত শাহ।

Akhilesh Yadav | newsfront.co
ফাইল চিত্র

৯ জুন, মঙ্গলবারের সমাবেশ থেকেই একরকম রাজ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারের সূচনা করে দিলেন তিনি। তবে শুধু পশ্চিমবঙ্গই নয়, গত দু’দিনে বিজেপির এই দুঁদে নেতা একইরকম ভার্চুয়াল র‌্যালি করেন বিহার এবং ওড়িশাতেও।

বিজেপির এই ভার্চুয়াল প্রচারেরই তীব্র সমালোচনা করে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, “বিহারের মতোই পশ্চিমবঙ্গেও ভার্চুয়াল সমাবেশের জন্য কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে। যদিও বিজেপি বক্তব্য এগুলোর কোনওটাই নির্বাচনী প্রচার নয়, তবে কেন বুথ স্তরেও পৌঁছানোর চেষ্টা চলছে? বিজেপি আসলে মিথ্যা কথা বলে বিশ্ব রেকর্ড গড়ে ফেলতে চায়। টাকা ছড়িয়ে বিরোধীদের দুর্বল করতে চাইছে বিজেপি”।

আরও পড়ুনঃ রিয়াজের সাথে ঘর বাঁধছে বিজয়ন কন্যা বীণা

তিনি আরও বলেন যে, “এই ভার্চুয়াল র‌্যালিতে বিজেপি শুধুই মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে আর সেই সমাবেশের জন্য খরচ হচ্ছে কোটি কোটি টাকা।” গত রবিবার বিহারে অমিত শাহের ভার্চুয়াল র‌্যালিতে ৭০ হাজার এলইডি লাগানো হয়েছিলো এবং প্রায় ৪৩ লক্ষ মানুষ সেই সভা শুনেছেন বলে দাবি করা হয়েছে বিজেপির পক্ষে। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিলো বিহারের র‌্যালির জন্য বিজেপি ১০০ কোটি টাকার বেশি খরচ করেছে। যদিও মঙ্গলবারে অমিত শাহ-র ভার্চুয়াল সমাবেশের জন্য কত টাকা খরচ হয়েছে তা এখনও স্পষ্ট জানানো হয়নি পশি্চমবঙ্গের পক্ষ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here