নিজস্ব প্রতিবেদক,উত্তর ২৪ পরগনাঃ
মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল রহমতে আলম মিশনের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মিশনের প্রাক্তনীদের সংগঠন “রহমতে আলম আলুমনি অ্যাসোসিয়েশন” এর বাৎসরিক পুনর্মিলন অনুষ্ঠান।রহমতে আলম মিশন এবং মিশনের প্রাক্তনীদের সংগঠন “রহমতে আলম আলুমনি অ্যাসোসিয়েশন “এর যৌথ তৎপরতায় এদিনের এই মহৎ কর্মসূচিতে বিনামূল্যে “চক্ষু পরীক্ষা শিবির ” এর আয়োজন করা হয়েছিল।
এদিন রহমতে আলম মিশনে উপস্থিত থেকে মিশনের ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেছেন এলাকার বিশিষ্ট অতিথিবর্গ।উপস্থিত ছিলেন দেগঙ্গা বিধানসভার এম এল এ রহিমা মণ্ডল ,উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল,বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফরহাদ, দেগঙ্গা থানার ওসি লিটন রক্ষিত মহাশয় ও সেই সাথে মিশনের ট্রাস্টি ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেছেন । মিশনে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের সর্বঙ্গিন বিকাশের জন্য মূল্যবান বক্তব্য রাখেন মিশনের সম্পাদক আনিসুর রহমান।
এদিন মিশনের প্রায় ৩০০ জন প্রাক্তন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন । মিশনের প্রাক্তনীদের তত্ত্বাবধানে ১৪ তম বর্ষের আয়োজনে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিশনের কৃতি ছাত্র ডব্লিউ বি সি এস এক্সিকিউটিভে ১৪ তম স্থান অধিকারী সামিরুল ইসলাম। এদিন প্রাক্তনীদের পক্ষ থেকে দুঃস্থ ও মেধাবী ছাত্র ছাত্রীদের স্কলারশিপ প্রদান করা হয় এবং রহমতে আলম মিশনের প্রথা মেনে দুজন প্রথিতযশা শিক্ষক কে ” লাইফ টাইম অ্যাচিভমেন্ট ” সম্মানে ভূষিত করা হয়।রহমতে আলম মিশন এবং মিশনের প্রাক্তনীদের যৌথ উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠানে সবশেষে মিশনের সমস্ত শিক্ষক শিক্ষা কর্মীবৃন্দ এবং ছাত্র-ছাত্রীদের প্ৰতি শুভ কামনা করে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: স্কুল ভবন উদ্বোধন করতে এসে পড়ুয়াদের ভোট প্রচারের শিক্ষা কুনালের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584