রাজ্যের নতুন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদি

0
319

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আগামী ১ অক্টোবর থেকে রাজ্যের মুখ্য সচিবের দায়িত্বভার নিতে চলেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সোমবার টুইট করে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Alapan Bandyopadhyay | newsfront.co
আলাপন বন্দ্যোপাধ্যায়

টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, “আমি এটা জানাতে পেরে খুব আনন্দিত যে বর্তমান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের নতুন মুখ্যসচিব নিযুক্ত করা হল। বর্তমান অর্থ দফতরের সচিব এইচ কে দ্বিবেদিকে রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব নিযুক্ত করা হল। অন্যদিকে অর্থ দফতরের সচিবের দায়িত্ব পেলেন মনোজ পন্থ। আগামী ১ অক্টোবর থেকে দায়িত্ব নেবেন এই তিনজন”।

বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র এবং তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিব হিসাবে কর্মরত আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পরবর্তী মুখ্য সচিব হতে চলেছেন তিনি। এইচ কে দ্বিবেদী হচ্ছেন পরবর্তী স্বরাষ্ট্র সচিব। তিনি ছিলেন অর্থ দফতরের প্রদান সচিবের পদে। এবার সেই পদে আসছেন মনোজ পন্থ।

আরও পড়ুনঃ তৃণমূল কংগ্রেসের নেতা আসছেন, তাই আমাকে সরতে হবে- ক্ষোভ প্রকাশ রাহুলের

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন রাজ্যের বর্তমান মুখ্য সচিব রাজীব সিনহা। তবে, তাঁকে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান করা হল। আগামী তিন বছরের জন্য এই পদে থাকবেন তিনি।

টুইটে এদিন মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘“আমি আরও জানাতে চাই রাজ্যের বিদায়ী মুখ্যসচিব রাজীব সিনহাকে তিন বছরের জন্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান করা হল। রাজ্য সরকারের হয়ে কাজের জন্য তাঁকে ধন্যবাদ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here