পিয়ালী দাস, বীরভূমঃ
” জয় জয় সত্যের জয়, সদা সত্যের জয় হোক” এমনই আবেদন নিয়ে প্রতিবাদী পথে গুণীজনেরা। আলাপিনী সমিতির সদস্যদের ঘর ফিরিয়ে দেওয়ার দাবিতে পথে নামলেন সদস্যবৃন্দ। শুক্রবার সকালে নোবেল জয়ী অমর্ত্য সেনের বাড়ির সামনে থেকে পদযাত্রা শুরু করেন আশ্রমিকরা। তাদের হাতে ছিল প্রতিবাদী ব্যানার।
এই পদযাত্রায় অংশ নিয়েছেন বিশ্ব ভারতীর প্রাক্তন, বর্তমান ছাত্র-ছাত্রী থেকে শুরু করে আশ্রমিকরা ।পদযাত্রা শেষ হয় বিশ্বভারতীর কেন্দ্রীয় ভবনের সামনে। আলাপিনী সমিতির সদস্যদের তরফ থেকে ঘর খুলে দেওয়ার আবেদন জানিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় বিশ্বভারতীর উপাচার্যের উদ্দেশ্যে।
আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুর সঙ্ঘ সমবায় কো-অর্ডিনেটর অ্যাসোসিয়েশনের ডেপুটেশন জেলা শাসককে
আলাপিনী সমিতির সহ-সভাপতি অপর্ণা চৌধুরী জানিয়েছেন, আজকের পদযাত্রা শেষে বিশ্বভারতীর তরফ থেকে কেউ যেন একজন আমাদের সাথে এসে কথা বলে সমস্যার সমাধান করার জন্য উদ্যোগী হয়। কিন্তু আমরা আশাহত আমাদের স্মারকলিপিটি জমা নিয়ে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। অবিলম্বে বিশ্বভারতী কর্তৃপক্ষ আমাদের ঘর ফিরিয়ে না দিলে আমরা গানের সুরে এই আন্দোলনকে দীর্ঘ থেকে দীর্ঘ স্থায়ী করব ।
প্রবীণা আশ্রমিক কুন্তল রুদ্র জানিয়েছেন, বিশ্বভারতীতে জীবন কেটে গেল, আর কিছুদিন পরে মৃত্যু আসন্ন, বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী যে হিটলারি শাসনব্যবস্থা বিশ্বভারতী জুড়ে কায়েম করেছেন তা নজিরবিহীন। আলাপিনী সমিতির সদস্যরা যে আন্দোলন গড়ে তুলছে তা সম্পূর্ণরূপে সমর্থনযোগ্য। ভবিষ্যতে এই আন্দোলনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সকল আশ্রমিকবৃন্দ।
আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুর জেলা সবলা মেলার উদ্বোধন মন্ত্রী সৌমেন মহাপাত্র’র
আশ্রমিক সুবোধ মিত্র জানিয়েছেন, বিশ্বভারতী জুড়ে যে রাবীন্দ্রিক ভাবনা ছিল বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তা নষ্ট করে দিচ্ছেন। বিশ্বভারতী এখন চলছে কেন্দ্রীয় সরকার নামক রাষ্ট্রযন্ত্রের অঙ্গুলিহেলনে।আলাপিনী সমিতির সদস্যা মনীষা বন্দ্যোপাধ্যায় জানান, অমর্ত্য সেনের মা অমিতা সেন সমিতির আজীবন সদস্যা ছিলেন।
উপাচার্য অমর্ত্য সেন কে মর্য্যাদা দিতে পারেন না। ঘোর অন্যায় করছেন উপাচার্য। কান্না আসছে। গুরুদেবের আশ্রমকে আমরা এই ভাবে দেখতে অভ্যস্ত নই। শুধু এইটুকু আশা মৃত্যুর আগে যেন অতীতের আশ্রম কে দেখে যেতে পারি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584