পিয়ালী দাস, বীরভূমঃ
রবিবার সকালে বিশ্বভারতীর আলাপিনী মহিলা সমিতির সদস্যরা তাদের বৈঠক ঘর খোলার দাবিতে গানের সুরে প্রতিবাদে রাস্তায় নামলেন। সমিতির সভানেত্রী অপর্ণা দাস মহাপাত্র বলেন, বর্তমান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, সমিতির সদস্যদের যেভাবে অপমান করেছেন তাতে আমরা মর্মাহত।
অবিলম্বে উপাচার্যের উচিত আলাপিনী মহিলা সমিতির সকল সদস্যদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করে নেওয়া। না হলে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই আলাপিনী মহিলা সমিতির শুভ সূচনা করেছিলেন।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে তৃণমূলের ভাঙ্গন ধরালেন শুভেন্দু অধিকারী
বিশ্বভারতী সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে এই সমিতির ভাড়া বাকি বলে উপাচার্য এমন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু গোল বেধেছে এই ভাড়া নিয়ে। সদস্যদের দাবি তারা ভাড়া দিতে সদর্থক ভূমিকা নেবেন, কিন্তু সেটা যদি বিশ্বভারতীর জোর করে তাদের মতো করে ভাড়া চাপিয়ে দেয় সেই ভাড়া তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়।
আরও পড়ুনঃ ‘বিজেপির বি-টিম হয়ে কাজ করছে মিম দল’, বড়ঞায় মন্তব্য ফিরহাদের
আলাপিনী মহিলা সমিতির প্রবীণ সদস্যা শর্মিলা পোমো রায় জানিয়েছেন, “বিশ্বভারতীর উপাচার্য যে পদ্ধতি অবলম্বন করে আমাদের বৈঠক ঘরটি তালাবন্দী করে দিয়েছেন তা অত্যন্ত নিন্দা জনক ঘটনা। সমস্যার সমাধানের জন্য প্রতিবাদে রাস্তায় নেমেছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584