ডার্বির পরাজয়ে পদত্যাগ লাল-হলুদ স্প্যানিশ কোচের

0
72

সপ্তর্ষি সিংহ, স্পোর্টস ডেস্কঃ

লাল হলুদে স্প্যানিশ যুগের অবসান। চার্চিল, গোকুলাম ও সর্বোপরি মোহনবাগান। পরপর টানা তিন ম্যাচে হারের কারণে ইষ্টবেঙ্গল থেকে পদত্যাগ করলেন আলেজান্দ্রো মেনেনদেস গার্সিয়া। ব্যাক্তিগত কারণ দেখিয়ে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন আলেজান্দ্রো।

alejandro menendez garcia | newsfront.co
আলেজান্দ্রো মেননদেস। সংবাদ চিত্র

কোয়েস ইষ্টবেঙ্গলের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে খবরের সত্যতা প্রকাশ করা হয়।

এদিন স্প্যানিস কোচ পদত্যাগ পত্রে জানিয়েছেন ব্যাক্তিগত কারণে তিনি দেশে ফিরে যেতে চান, সেই কারণে কোচিংয়ের দায়িত্ব ছাড়ছেন তিনি।

আরও পড়ুনঃ অসুস্থ হয়ে চিকিৎসাধীন পিকে

তবে ফুটবল মহল মনে করছে ইস্তফার পিছনে অন্য কারণ রয়েছে। আইলিগে টানা তিন ম্যাচে হারের কারণে বেশ কোনঠাসা হয়ে পড়েছে ইষ্টবেঙ্গল। ডার্বিতে হারে ফলে ক্রমশ কোচের বিরুদ্ধে সমর্থকদের রোষ বাড়ছিল এবং কোয়েস কর্তাদের বিরাগভাজন হচ্ছিলেন। ফলে পদত্যাগের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

নতুন হেড কোচ দায়িত্ব না নেওয়া পর্যন্ত বাকি স্টাফরা লাল হলুদ দলকে কোচিং করাবেন। আলেজান্দ্রোর ইস্তফা প্রসঙ্গে কোয়েস ইষ্টবেঙ্গলের সিইও সুব্রত নাগ বলেন, আমরা কোচের নেতৃত্বের প্রশংসা করছি। দলকে সঠিক ভাবে পরিচালনা করেছিলেন। ওনার অবদানের জন্য ধন্যবাদ। তবে কোচের ইচ্ছা কে গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুনঃ হাসপাতালে চিকিৎসাধীন কবি শঙ্খ ঘোষ

নিজের ইস্তফা প্রসঙ্গে আলেজান্দ্রো বলেন, ইষ্টবেঙ্গলে আমার কোচিংয়ের সময়কালে আমি খুব ভালো সময় কাটিয়েছি। আশা করি চলতি মরশুমেও সফল হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here