নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের দরুন ‘বুলবুল’ নামক একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। যার অভিমুখ ওড়িশা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে। এরই প্রভাবে শুক্রবার থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি ও সামুদ্রিক জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।
তাই আগামী কাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারন করা হয়েছে তেমনি উপকূলে অন্তর্গত থানা গুলিকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
আজ বিকেলের পর থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার জেরে দুই থেকে তিন দিন ধরে দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে সৈকত জুড়ে সতর্কতা জারি করেছে। মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ প্রশাসন। এর জেরে সমুদ্র সৈকত দীঘা শুনশান। অনেক পর্যটক বাড়ি ফিরে যাচ্ছে পুলিশ প্রশাসনের নির্দেশ মেনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584