প্রবল বর্ষণে নাজেহাল পর্যটক, সতর্কতা দিঘা সৈকতে

0
85

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পুজোর ছুটিতে ও শীতের আবহাওয়া শুরু হতেই দিঘা সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের ভীড় বাড়তে শুরু করেছে।

Alert on Digha beach
জলোচ্ছ্বাস। নিজস্ব চিত্র

দিঘা সৈকতে বেড়াতে আসা পর্যটকগনের কয়েক দিন ধরে চলা প্রবল বৃষ্টির মধ্যে পড়ে নাজেহাল অবস্থা।

Alert on Digha beach
মিজানুর সেখ, পর্যটক। নিজস্ব চিত্র

একদিকে যেমন সমুদ্রে উত্তাল ঢেউ, জলোচ্ছ্বাসের মাত্রা বৃদ্ধিতে স্নানে নামা নিষেধ অপরদিকে অবিরাম বৃষ্টিপাতের দরুন অধিকাংশ দোকান বন্ধ।

Alert on Digha beach
সতর্কতা মাইকিং। নিজস্ব চিত্র

রাস্তায় যাতায়াতের ছোটো গাড়ি, রিক্সা, অটো, টোটো খুব কম, যে কটি চলছে দিগুন ভাড়া। পিকনিক স্পট, পার্ক জলমগ্ন।

Alert on Digha beach
শ্রীময়ী কর্মকার, পর্যটক। নিজস্ব চিত্র

বহু পর্যটক হোটেলেই বন্দী, আবার কিছু কিছু পর্যটক বাড়ি ফিরে যান।

Alert on Digha beach
জলমগ্ন রাস্তা। নিজস্ব চিত্র

অন্যদিকে সমুদ্রের জলোচ্ছ্বাস বেড়ে যাওয়ায় প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই মাইকিং করে সতর্ক করে দেওয়া হচ্ছে পর্যটকদের এবং দিঘার সৈকত এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ আধিকারিকদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here