ভয়াবহ তুষারঝড়ের জেরে জরুরি অবস্থা জারি নিউইয়র্কে

0
113

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ভয়াবহ তুষারঝড়ের কবলে মার্কিন যুক্তরাষ্ট্র। এই তুষারঝড়ের জেরে বন্ধ রাখা হয়েছে নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, পেনসিলভ্যানিয়ার স্কুল, অফিস। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। আপাতত স্থগিত রয়েছে করোনার টিকাদানও।

New York Snow strom | newsfront.co
ছবিঃ নিউইয়র্ক টাইমস

নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, পথঘাট পুরু বরফে ঢেকে গিয়েছে। সেই সঙ্গে চলছে প্রবল ঝোড়ো হাওয়া। এই বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে প্রায় ৬ কোটি মানুষকে। তুষারঝড় আমেরিকায় নতুন কিছু নয়। কিন্তু এবারের বিপর্যয়কে অন্যতম ভয়ংকর বলে ধরা হচ্ছে।

পরিস্থিতির দিকে নজর রেখে নিউইয়র্ক ও নিউজার্সিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন স্থানে প্রায় ২ থেকে ৩ ফুট করে পুরু বরফের স্তর জমে গিয়েছে। ঝড় হচ্ছে সর্বোচ্চ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। জরুরি কারণ ছাড়া কাউকে কোথাও যেতে নিষেধ করা হয়েছে। তাই আপাতত ঘরবন্দি ঝড়ের কবলে পড়া শহরের বাসিন্দারা।

আরও পড়ুনঃ রাশিয়ায় বিরোধী দলনেতা অ্যালেক্সি নাভালনিকে সাড়ে ৩ বছরের কারাদন্ড দিল আদালত

নিউইয়র্কের করোনা টিকাকরণ আপাতত বন্ধ। আগামী ক’দিনে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এই সপ্তাহের শেষ কিংবা পরের সপ্তাহের শুরুতেও কনকনে ঠান্ডা ঝোড়ো হাওয়া বইবে।

আরও পড়ুনঃ যৌন হয়রানির শিকার হতে হতে বেঁচে গেছেন ওকাসিও

তবে তার মধ্যেই তুষারপাতের আনন্দে মেতে উঠতে দেখা গিয়েছে অনেককেই। কেউ কেউ আবার রাস্তায় বেরিয়ে বরফের পুতুলও বানাচ্ছেন। আবার কেউ সাইকেলে কিংবা হেঁটেই বেড়াতে বেরিয়েছেন বরফে ঢাকা শহরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here