Tokyo Olympics: টোকিও অলিম্পিক্সে উত্থান ছোট দেশের

0
95

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

প্রতিযোগী মাত্র ১০ জন, টোকিও অলিম্পিক্স ২০২০তে সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ ঘটনা। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হিসেবে প্রথম পদক জিতলেন সান মেরিনো মহিলা শুটার আলসেন্দ্রা পেরিল্লি। ট্র্যাপ শুটিংয়ে ব্রোঞ্জ মেডেল জয় করে ইতিহাস রচনা করেন তিনি।

Alessandra Perilli
আলসেন্দ্রা পেরিল্লি

বিশ্বে সবচেয়ে ছোট দেশ হিসেবে পদক জয়। মাত্র ৩৩,৯০০ জনসংখ্যার ভূমধ্যসাগরে তীরে অবস্থিত এই ছোট্ট দেশ। ১৯৬০ সাল থেকে অলিম্পিকে অংশ গ্রহণ করে আসছে। কিন্তু সফলতা লাভ করে টোকিওতে।আলসেন্দ্রা পেরিল্লি জানান যে, আমরা আমাদের ছোট দেশ নিয়ে গর্বিত। টোকিও অলিম্পিক্সে সে একটি রূপো ও দুটো ব্রোঞ্জ পদক তালিকায় ৭২ তম স্থান লাভ করে।

Flora Duffy
ফ্লোরা ডাফি

বারমুডা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই ছোট দ্বীপের জনসংখ্যা মাত্র ৭১,৮০০। বারমুডা ১৯৩৬ সালে প্রথমবার অলিম্পিক্সে অংশ গ্রহণ করে। ট্রিয়াথনে ফ্লোরা ডাফি সোনা জিতে। টোকিও অলিম্পিক্স ২০২০ তাদের দলগত অবস্থান ৬৩ তম স্থান দখল করে।

আরও পড়ুনঃ লর্ডস টেস্টে চালকের আসনে ভারত

Kirani James
কিরানী জেমস

উত্তর আমেরিকা আর এক দেশ গ্রেনেদা। জনসংখ্যা মাত্র ১,১২,০০০। টোকিও ২০২০ অলিম্পিক্স গেমসে একটি মাত্র ব্রোঞ্জ পদক এনে দেয় কিরানী জেমস। ৪০০ মিটার দৌড়ে ৮৬ তম স্থান লাভ করে সে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here