স্পোর্টস ডেস্কঃ
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক অ্যালিস্টার কুক টেস্ট ক্রিকেটকে বিদায়ের ঘোষণা জানালেন আজ। দুপুরে এক বিবৃতিতে বিদায়ের ঘোষণা দিয়ে তিনি জানান ,”ইংল্যান্ড দলকে যা দেওয়ার আমি দিয়েছি।” তবে চলতি বছরে টেস্টে কুকের গড় মাত্র ১৮.৬২। এই খারাপ পারফরমেন্সই তাঁর অবসরের আসল কারণ বলে মনে করা হচ্ছে।
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান করা কুক ছুঁয়েছেন দশ হাজার রানের মাইলফলক।
তিনি ১৬০টি টেস্ট ম্যাচে ২৮৯ ইনিংসে রান করেছেন ১২২৫৪- ৫৬টি হাফ সেঞ্চুরি ও ২৮ টি সেঞ্চুরি। জাতীয় দলে অভিষেক হয় ২০০৬ সালে ভারতের বিরুদ্ধে নাগপুরে। আবার সেই ভারতের বিরুদ্ধেই ওভালে ৭ সেপ্টেম্বর কেরিয়ারের ইতি টানতে চলছেন তিনি।
(ছবি-টুইটার)
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584