নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
রাশিয়ার বিরোধী দলনেতা এলেক্সি নাভালনি সাইবেরিয়ার হাসপাতালে ভর্তি, তিনি কোমায় রয়েছেন। সন্দেহ প্রয়োগের। ভ্লাদিমির পুতিনের তীব্র সমালোচক নাভালনি।
রাজনৈতিক উদ্দেশ্যেই বিষ প্রয়োগের ঘটনা বলে জানিয়েছে তাঁর মুখপাত্র। আপাতত সাইবেরিয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং কোমায় রয়েছেন তিনি। দল চাইছে চিকিৎসার জন্য নাভালনিকে জার্মানিতে স্থানান্তরিত করতে।
Сегодня утром Навальный возвращался в Москву из Томска. В полёте ему стало плохо. Самолет экстренно сел в Омске. У Алексея токсическое отравление. Сейчас мы на скорой едем в больницу
— Кира Ярмыш (@Kira_Yarmysh) August 20, 2020
জার্মানির একটি দল তাঁর চিকিৎসার সব ব্যবস্থা বার্লিনে করতে তারা প্রস্তুত এবং একটি প্লেন তারা পাঠাতে চায় স্থানান্তরিত করার জন্যে। নাভালনিকে মস্কোতে ফিরিয়ে আনার সময় প্লেনের মধ্যেই তিনি অসুস্থ বোধ করেন ও জ্ঞান হারান। তাঁর মুখপাত্র কিরা ইয়ামিশ টুইটারে একথা জানান।
আরও পড়ুনঃ দ্বিচারিতার অভিযোগ অস্বীকার করল ফেসবুক
ইয়ামিশ রেডিও মস্কোর এক সাক্ষাৎকারে জানিয়েছেন খুব সম্ভবত এয়ারপোর্টের ক্যাফেতে নাভালনির চায়ে বিষ প্রয়োগ করা হয়। জার্মানি চায় তাঁর চিকিৎসার বিষয়ে পূর্ণ গোপনীয়তা বজায় রাখতে।
জার্মানি ছাড়াও ফ্রান্স নাভালনি ও তাঁর পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে। বৃহস্পতিবার নাভালনির অনুগামীরা একটি প্রতিবাদ মিছিলের ডাক দেয় সেন্ট পিটারসাবার্গে, নাভালনির কয়েক’শ অনুগামী সেই মিছিলে যোগ দেন, বহু অনুগামীকে আটক করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584