আলিয়ার প্রতিবাদ আন্দোলন থেকে উঠল উপাচার্য আবুতালেব খান ও সংখ্যালঘু সচিব সুরেশ কুমারের পদত্যাগের দাবী

0
459

আনিসুর রহমান, কোলকাতা:

১১ই আগস্ট নিউটাউন ক‍্যাম্পাসে।

অভিযোগ গত ১১ আগস্ট আলিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের অমানবিক ও নির্মমভাবে লাঠিচার্জ, বহিরাগতদের দিয়ে পেটানো ও নয়জন ছাত্রকে দমদম সেন্ট্রাল জেলে পাঠানো।

আর এর নেপথ্য ছিলেন নাকি উপাচার্য আবুতালেব খান ও রাজ‍্যের সংখ্যালঘু মুখ‍্যসচিব সুরেশ কুমার।

এগিয়ে চলেছে মিছিল।

তারই প্রতিবাদে আজ মহামিছিল দেখল কলকাতা ।এই মিছিল পার্কসার্কাস থেকে সি আই ডি হয়ে মৌলালি হয়ে  এগিয়ে যায়।   এই আন্দোলনে নেতৃত্বে ছিলেন আব্দুল কাহার, মানোয়ার হোসেন,সাকিল আহমেদ, গিয়াস উদ্দিন মন্ডল প্রমুখ ছাত্র-নেতৃবৃন্দ।

 

ছাত্রনেতা আব্দুল কাহার মিডিয়ার সামনে।

আজ আন্দোলনে ছাত্রনেতা আব্দুল কাহার আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু তালেব খাঁন ও সংখ্যালঘুু দপ্তরের মুখ‍্য সচিব সুরেশ কুমারের পদত্যাগ দাবি করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here