নিখোঁজ চিনের ধনকুবের, জ্যাক মা

0
87

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

‘নিখোঁজ’ চিনের ধনকুবের তথা আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা। গত দু’মাসের বেশি সময় ধরে তাঁর কোনও খোঁজ নেই বলে জানা যাচ্ছে। এবিষয়ে মুখ খোলেনি চীনের সংবাদমাধ্যম। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইতিমধ্যে সোচ্চার হয়েছে।

Jack ma | newsfront.co
জ্যাক মা। ফাইল চিত্র

তাদের ইঙ্গিত, চিনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের অঙ্গুলিহেলনই লোকচক্ষুর আড়ালে এই মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চে চিনের সর্বাধিক স্বচ্ছ ভাবমূর্তির ওই ধনকুবের। গত অক্টোবর সাংহাইতে একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন আলিবাবা কর্তা।

আরও পড়ুনঃ রোমে বর্ষবরণে আতশবাজির দাপটে নির্বিচারে পক্ষী নিধন

চিনের অর্থনৈতিক বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ও ব্যাঙ্কগুলির কড়া সমালোচনা ছিল সেই বক্তৃতায়। সংস্কারের পক্ষেও সওয়াল করেছিলেন জ্যাক মা। স্বাভাবিকভাবেই বিষয়টি ভালো চোখে দেখেননি জিনপিং। চিন সরকারের সমালোচনা করে কার্যত শাসকের ‘নেকনজরে’ পড়েছিলেন জ্যাক মা।

আরও পড়ুনঃ পেরুতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল কৃষকরা

এরপর থেকেই চিন সরকারের সঙ্গে জ্যাক মা’র সম্পর্কের অবনতি ঘটে। স্বয়ং প্রেসিডেন্টের নির্দেশে জ্যাকমা’র অন্য একটি সংস্থার বিরাট অংশের শেয়ার ছাড়ার বিষয়টি আটকে যায়। ওই ধনকুবেরকে বিদেশ যেতে নিষেধও করেছিল জিনপিং প্রশাসন।

ক্রিসমাসের আগের দিন আলিবাবা গ্রুপের বিরুদ্ধে একটি তদন্তও শুরু করা হয়েছে। ফলে জ্যাক মা’র ‘নিরুদ্দেশ’ হওয়ার পিছনে সরকারের হাতই দেখছে আন্তর্জাতিক মহল। বিষয়টি নিয়ে অবশ্য নীরব চিন সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here