নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ মোবাইল টাওয়ারের লোকেশনের সূত্র ধরে ভাঙড়ের জমি আন্দোলনের প্রথম সারির নেতা অলীক চক্রবর্তীকে গ্রেফতার করলো বারুইপুর পুলিশ। জানা যায়, ওড়িশার ভূবনেশ্বরে চিকিৎসা করাতে গিয়েছিলেন অলীক। বৃহস্পতিবার সেখানকার কলিঙ্গ হাসপাতালের সামনে থেকে তাঁকে আটক করে বারুইপুর পুলিশ। পুলিশের কথামতো দীর্ঘদিন ধরে ফেরার ইউ.এ.পি.এ এবং খুনের মামলায় অভিযুক্ত অলীককে খুঁজতে তাঁর মোবাইল ফোন ট্র্যাক করা হয়। সেই সূত্র ধরেই অবশেষে তাকে গ্রেফতার করা হয় ওড়িশা থেকে। তারা আরো জানায় প্রাথমিকভাবে স্হানীয় থানায় নিয়ে যাওয়া হবে তাকে। পরে সেখান থেকে আদালতে তোলা হলে ট্রানজিট রিমান্ডের আবেদন করবে রাজ্য পুলিশ। শুক্রবার রাজ্যে আনা হবে সি.পি.আই.এম.এল (রেড স্টার)-এর এই নেতাকে। এদিকে অলীকের গ্রেফতারের প্রতিবাদে জমি আন্দোলন ও পরিবেশ রক্ষা কমিটির যুগ্ম সম্পাদক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান শুক্রবার সকাল থেকে হাড়োয়া রোড অবরোধ শুরু হবে। বিকেল তিনটেয় নতুন হাট থেকে শুরু হবে মহামিছিল। জমি আন্দোলনের অন্যতম মুখ শর্মিষ্ঠা চৌধুরী নিউজ ফ্রন্টকে জানান “পঞ্চায়েত ভোটে পর্যুদস্ত হওয়ার পর প্রতিহিংসা পরায়ণ হয়ে রাজ্য সরকার সম্পূর্ণ বেআইনি ভাবে অলীককে গ্রেফতার করেছে।এর বিরুদ্ধে আমরা যতদূর প্রয়োজন ততদূর যাবো। আইনী পথেই অলীক মুক্ত হবে।”
ইতিমধ্যে পাওয়া খবর অনুযায়ী ভাঙড়ে অলীকের গ্রেপ্তারের বিরুদ্ধে শুরু হয়েছে মশাল মিছিল।এই গ্রেপ্তারির বিরুদ্ধে আন্দোলনে আবার উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা দৃঢ় হচ্ছে।
ফিচার ছবি অলীকের ফেসবুক প্রোফাইল থেকে গৃহীত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584