মোহনা বিশ্বাস, কলকাতাঃ
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল আজ। অবশেষে আজ বুধবার সকাল সাড়ে ন’টায় সাধারণের জন্য খুলে গেল আলিপুর চিড়িয়াখানার দরজা। করোনার দ্বিতীয় ঢেউ আসায় প্রায় তিনমাস বন্ধ ছিল চিড়িয়াখানা। এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই সিনেমা হল, থিয়েটার, বিনোদন পার্কের মতোই খুলে দেওয়া হল চিড়িয়াখানার দরজা।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সকলের জন্য খুলছে চিড়িয়াখানা। তবে প্রবেশ করতে হলে কোভিড নিয়ম মানা আবশ্যক। প্রবেশের মুখেই রয়েছে থার্মাল স্ক্যানিংয়ের ব্যবস্থা। এছাড়াও চিড়িয়াখানায় প্রবেশ করতে হলে পরতে হবে মাস্ক। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। চিড়িয়াখানার ভিতরে সামাজিক দূরত্ব মেনে চলাও বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে নজরদারির জন্য চিড়িয়াখানায় নিয়োগ করা হয়েছে প্রচুর বেসরকারি নিরাপত্তারক্ষী।
আরও পড়ুনঃ কৃষক আন্দোলনে কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? ৪ রাজ্যকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের
তবে চিড়িয়াখানায় প্রবেশের ক্ষেত্রে সাধারণ মানুষকে কোনও ভ্যাকসিন সার্টিফিকেট দেখাতে হবে না। উৎসবের মরশুমে চিড়িয়াখানা খোলা দর্শকের ভিড় উপচে পড়তে পারে বলে অনুমান করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাই এখন থেকেই কড়া নজর রাখার কথা ভেবেছে কর্তৃপক্ষ। কোভিডবিধি মেনে যাতে সুষ্ঠুভাবে দর্শকরা চিড়িয়াখানা পরিদর্শন করতে পারেন সেই ব্যবস্থাই করা হচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584