একশো দিনে ১ হাজার লাঞ্চবক্স বিলি করে নজির নিউ আলিপুর থানার

0
94

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

lunch box | newsfront.co
নিজস্ব চিত্র

করোনা সংক্রমণের সময়ে এলাকার মানুষকে যাতে কোনওভাবেই রাস্তায় বেরোতে না হয়, তার জন্য প্রথম দিন থেকেই সক্রিয় হয়েছিলেন নিউ আলিপুর থানার পুলিশকর্মীরা।

lunch | newsfront.co
নিজস্ব চিত্র

এলাকার বিক্রেতাদের নম্বর সমস্ত মানুষের কাছে পৌঁছে দিয়ে নির্দিষ্ট সময়ে অর্ডার বুকিং করিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে এসেছিলেন। আর গরিব মানুষদের সাহায্যের লক্ষ্যে নিজেদের পকেট থেকে চাঁদা তুলে ফান্ড তৈরি করে চাল, সবজি কিনে থানাতেই কমিউনিটি কিচেন গড়ে রান্না করে টানা ১০০ দিন ধরে এলাকার ১১ টি বস্তিতে ১০০০ টি করে লাঞ্চবক্স বিলি করে নতুন নজির তৈরি করলেন এই থানার পুলিশকর্মীরা।

আরও পড়ুনঃ করোনা জয়ের লক্ষ্যে কলকাতায় প্রথম মেডিকা হাসপাতালে তৈরি হচ্ছে প্লাজমা ব্যাঙ্ক

নিজস্ব চিত্র

প্রত্যেকদিন পিপিই, ফেস মাস্ক সহ যাবতীয় সুরক্ষা সরঞ্জাম পরে এলাকার ৪ টি ওয়ার্ডের ১১ টি রাস্তায় বস্তিবাসীদের প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে একটার মধ্যে লাঞ্চ বক্স বিতরণ করা হয়েছে। প্রত্যেক জায়গায় ১০০ টা করে সেফটি সার্কেল তৈরি করা রয়েছে, যাতে সাধারন মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখা যায়।খাবার নেওয়ার সময় বস্তিবাসীকে অবশ্যই মাস্ক পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এপ্রিল মাসের প্রথম দিকে থেকে শুরু হওয়া এই কাজই রবিবার ১০০ দিনে পড়ল। কোনও একটি থানার তরফে এই ধরনের উদ্যোগ কার্যত নজিরবিহীন বলে মত পুলিশ শীর্ষ কর্তাদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here