আজহার হুসেইন, কাশ্মীর:
দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় এনকাউন্টারে ৩ জঙ্গিই নিহত হল। এই নিয়ে গত ৪ দিনে জেলায় নিকেশ হল ১২ জঙ্গি।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (কাশ্মীর জোন) বিজয় কুমার জানান যে শোপিয়ান জেলার সুগো হেন্ধামা এলাকার এই এনকাউন্টারে তিন জঙ্গিই নিহত হয়েছে, তবে নিহত জঙ্গিদের পরিচয় এখনো জানা যায়নি।
এর আগে জম্মু-কাশ্মীর পুলিশ, ভারতীয় সোনার ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস ও সিআরপিএফের যৌথবাহিনী সন্দিগ্ধ এলাকা ঘিরে ফেলে এগোতেই জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে। তখন যৌথবাহিনী পাল্টা গুলি ছোড়ে বলে জানা গেছে।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য গত রবিবার থেকে এটা এই জেলায় তৃতীয় এনকাউন্টার। এর আগের দুই এনকাউন্টারে মোট ৯ জঙ্গি নিহত হয়েছে। অর্থাৎ আজকের ঘটনা অন্তর্ভুক্ত করলে ৪ দিনে মোট ১২ জঙ্গি নিহত হয়েছে। আরও পড়ুন:ব্রেকিং নিউজঃদেশে এখন করোনা অ্যাক্টিভ রোগীর থেকে সুস্থ হয়ে ফেরা রোগীর সংখ্যা বেশি
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584