ওয়েবডেস্কঃ
৭৯ জন ছাত্র-ছাত্রীকেই অপহরণকারীরা ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন ক্যামেরুনের যোগাযোগ মন্ত্রী ইসা বাকারী।
গত সোমবার স্কুল থেকে ৭৯ জন ছাত্র-ছাত্রীকে অপহরণ করা হয়েছিল ।ঘটনাটি মধ্য আফ্রিকার ক্যামেরুনের। এই ঘটনায় ৭৯জন ছাত্র-ছাত্রী এবং তাদের প্রিন্সিপাল,শিক্ষক ও ড্রাইভারকে অপহরণ করা হয়েছিল। ক্যামেরুনের উত্তর-পশ্চিম অঞ্চলের রাজধানী বামেন্ডার প্রেসবাইটেরিয়ান সেকেন্ডারী স্কুলের ছাত্র-ছাত্রী তারা।এই অঞ্চলের প্রায় ২০ শতাংশ মানুষ ইংরেজি ভাষার অস্তিত্ব নিয়ে লড়াই করে আলাদা হতে চাইছে।অভিযোগ ক্যামেরুনের সরকার তাদের উপর জোর করে ফ্রেঞ্চ ভাষা চাপিয়ে দেয়।
উল্লেখ্য, বিবিসি সুত্রে জানা গেছে যে তাদের অপহরণ করে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সে সম্পর্কে জানা যায়নি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584