আন্তর্জাতিক পুরুষ দিবসে ‘অল বেঙ্গল মেনস ফোরাম’-এর অভিনব ভাবনা ‘পুরুষ তোমার জন্য!’

0
127

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

আমরা ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস নিয়ে মাতামাতি করি। কেউ বোধহয় জানি না যে, আন্তর্জাতিক পুরুষ দিবস বলেও একটি দিন ধার্য করা রয়েছে, সেটি হল ১৯ নভেম্বর। নারী তো দূরের কথা, অনেক পুরুষরাও সে কথা বোধ হয় জানেন না। তবে যে পুরুষ কোনও নারীর সন্তান, যে পুরুষ কোনও নারীর ভাই, যে পুরুষ কোনও নারীর স্বামী, যে পুরুষ কোনও নারীর বাবা, সেই পুরুষও সংসারের জোয়াল টানার জন্য প্রতিনিয়ত আত্মত্যাগ করে থাকেন, তা বোধ হয় আমরা কেউই ভেবে দেখি না।

all bengal mens forum | newsfront.co

আর সেই সব পুরুষদের জন্য আন্তর্জাতিক পুরুষ দিবসের প্রাক সন্ধ্যায় বুধবার গড়িয়াহাটের মোড়ে খোলা মঞ্চে এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করল ‘অল বেঙ্গল মেনস ফোরাম’।আন্তর্জাতিক পুরুষ দিবসের প্রাক্কালে অনুষ্ঠিত হল ‘অল বেঙ্গল মেনস ফোরাম’-এর অভিনব উদ্যোগ ‘পুরুষ তোমার জন্য’।

আরও পড়ুনঃ শিবসেনা নেতার হুমকিতে ঢাকা পড়ল মিষ্টির দোকানের নাম

সকলের একটা চিরাচরিত ধারণা যে, পুরুষ মানেই সে সর্বকালের সেরা। তাই তারা অত্যাচারী তো হতেই পারে না বা তারা কষ্ট পেতেই পারে না। কিন্তু সব পুরুষের সেরা হওয়া ভাগ্যে জোটে না। তথাকথিত ভ্রান্ত ধারণাকে মুছে ফেলে আধুনিক সমাজে পুরুষ ও নারী একে অপরের পরিপূরক এবং পুরুষরাও অত্যাচারিত হন, এমন বার্তা দিলেন এক অসামান্যা নারী। তিনি অল বেঙ্গল মেনস ফোরাম’-এর প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য।

যেখানে বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা পুরুষরা নিজেদের জীবনের লড়াইয়ের কথা বলেন। সকলে দাবি করেন, পুরুষরা নারীদের বা নারীরা পুরুষদের যে অত্যাচার করে, এর কোনওটিই ঠিক নয়। দু’জনেই পৃথিবীতে একে অপরের পরিপূরক। কারোরই কারোর জীবন বা কাজকে ছোট করা উচিত নয়। দু’জন একে অপরের পাশে না দাঁড়ালে সুন্দরভাবে চলবে না এই পৃথিবী।

আরও পড়ুনঃ গঙ্গাসাগর মেলায় অভিনব ভার্চুয়াল উদ্যোগ ‘ই- গঙ্গাসাগর মেলা ২০২১’

এই অভিনব অনুষ্ঠান সম্পর্কে ‘অল বেঙ্গল মেনস ফোরাম’-এর প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য বলেন, ‘আমি নারী বিদ্বেষী নই। আমি নিজেও একজন নারী। তবে দিন দিন সমাজের অনেক ক্ষেত্রেই পুরুষদের সম্মান বিপন্ন হচ্ছে বলে আমি মনে করছি। সেইসব অত্যাচারিত পুরুষের পাশে আমরা দাঁড়াতে চাই।” তাঁর দাবি, সব সময় সব অত্যাচারের শিকার শুধু নারী হন না। পুরুষরাও অনেক ত্যাগ করেন। তারাও ঘরে-বাইরে অনেক অত্যাচারের শিকার হন। তাই সেই সব পুরুষদের পাশে দাঁড়াতেই এই অনুষ্ঠানের আয়োজন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here