নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শিক্ষা-গণতন্ত্র-সমাজতন্ত্র এই মূলমন্ত্রকে হাতিয়ার করে শিক্ষা, শিক্ষার্থী ও শিক্ষকদের স্বার্থে আন্দোলন ও প্রতিবাদের মধ্য দিয়ে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দীর্ঘ ৮৬ বছরের পথচলা। সোমবার এই সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা আয়োজিত হল সৌমিত্র চট্টোপাধ্যায় নগর, দিয়াগো মারাদোনা তোরন ও অশোক কুমার মাইতি মঞ্চে (মেদিনীপুর সমিতি ভবনে)।
সমিতির পতাকা উত্তোলন, শিক্ষা সংক্রান্ত নানাবিধ দাবী-দাওয়ার স্লোগান নিয়ে পদযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি পালিত হয়। জেলার ২১ টি জোন থেকে আগত ১৫৫ জন শিক্ষক শিক্ষিকা ও প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। সভা শুরুর পূর্বে সঙ্গীত পরিবেশন করেন সমিতির বর্ণপরিচয় শাখার লক্ষ্মীকান্ত মেইকাপ ও শিখা রানী মণ্ডল। স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে বিদ্যালয় চালু, অবিলম্বে সকল শূন্যপদে শিক্ষক নিয়োগ, জাতীয় শিক্ষানীতি- ২০২০ বাতিল, সুষ্ঠু বদলি নীতি চালু, মিড-ডে-মিলে বরাদ্দ বৃদ্ধি, সরকারী নানাবিধ নির্দেশনামার খামখেয়ালীপনা, শিক্ষা-শিক্ষার্থী-শিক্ষক স্বার্থে নেতৃত্বরা নানাবিধ গঠনমূলক আলোচনা করেন।
আরও পড়ুনঃ স্বভূমিতে বন্দিদশার জীবন কাটাচ্ছে জলঙ্গীর চরবাসীরা
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহনদাস পণ্ডিত, সভাপতি দেবাশীষ দত্ত, সহ-সভাপতি সমর চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক ধ্রুবশেখর মন্ডল, সভাপতি বাণীনাথ চক্রবর্তী সহ জেলা কমিটির অন্যান্য নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584