নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে পথে নামল অল বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন

0
64

তন্ময় মণ্ডল, কলকাতাঃ

নাগরিকত্ব আইনের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ ফেটে পড়েছে। এমনকি দেশের যুবসমাজ ছাত্র সমাজ সব থেকে বেশি বিক্ষোভ দেখাচ্ছে এই আইনের প্রতিবাদে।

all bengal students association protest against nrc | newsfront.co
পদযাত্রা। নিজস্ব চিত্র

সেজে নিউ হোক বা জামিয়া মিলিয়া আলীগড় বিশ্ববিদ্যালয় সবাই কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে। আজ থেকে একইভাবে আমাদের রাজ্যে অল বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন নাগরিকত্ব আইনের প্রতিবাদে নাখোদা মসজিদ থেকে মিছিল করে।

protest | newsfront.co
প্রতিবাদ। নিজস্ব চিত্র

অল বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন দুপুর ১ টা নাগাদ নাখোদা মসজিদ থেকে মিছিল শুরু করে এবং গান্ধী মূর্তির সামনে মিছিল শেষ করে। তাদের এই মিছিলে একটাই দাবি ছিল এনআরসি, এনপিআর, সিএএ বাতিল করতে হবে এবং তাদের মিছিলে মূল স্লোগান ছিল ‘মোদী হাটাও দেশ বাঁচাও’। আর একটি শ্লোগান তাদেরকে বলতে শোনা যায় সেটি হল ‘কাগজ আমরা দেখাবো না’।

protest | newsfront.co
নিজস্ব চিত্র
protest | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ইন্দিরা গান্ধির মূর্তি ভাঙচুরের ঘটনায় অবস্থানে আসীন বহরমপুর টাউন কংগ্রেস

এই নাগরিকত্ব আইন পাস হ‌ওয়ার পর একাধিক বিক্ষোভ মিছিল চলছে কলকাতাতে। কখনো অবস্থান-বিক্ষোভ তো কখনো পথ অবরোধ বা কখনো পদযাত্রা। প্রথম থেকেই ছাত্ররা যুক্ত না হলেও বর্তমানে ছাত্রদের একটা বড় ভূমিকা দেখা যাচ্ছে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদে।

অল ইন্ডিয়া ডিএস‌ও-এর পক্ষ থেকে ১ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই আইনের বিরুদ্ধে লম্বা পদযাত্রা করে শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত যাতে অংশগ্রহণ করেছিল শুধু ছাত্রসমাজ। ঠিক একইভাবে এই আইনের বিরুদ্ধে আজও এই মিছিলে অংশগ্রহণ করে আরো একবার প্রতিবাদ করল শুধু ছাত্রসমাজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here