পুলিশ এনকাউন্টারে মৃত্যু হায়দ্রাবাদ গণধর্ষণে অভিযুক্ত চারজনের

0
636

ওয়েবডেস্কঃ

ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন আধিকারিকরা। চিত্র সৌজন্যঃ এএনআই

ওয়েবডেস্কঃ

হায়দ্রাবাদ গণধর্ষণকান্ডে অভিযুক্ত চারজনের পুলিশ এনকাউন্টারে মৃত্যু হয়েছে।

সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা যায় যে, তদন্তের জন্য অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় তাদের। সেখান থেকে তারা পালানোর চেষ্টা করে। তারপরেই পুলিশের গুলিতে তাদের মৃত্যু হয়।

গত ২৭ নভেম্বর শামসেরাবাদের টোলপ্লাজার কাছে পশু চিকিৎসক মহিলাকে ধর্ষণ করে পুড়িয়ে হত্যা করা হয়। ২৯ নভেম্বর অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে তেলেঙ্গানা পুলিশ। কড়া সুরক্ষায় অভিযুক্তদের চেরলাপল্লি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। শুক্রবার ভোররাতে অভিযুক্তদের নিয়ে সেই ঘটনারই পুনর্নির্মাণ করছিল পুলিশ। সেই সময়ই ওই চার অভিযুক্ত পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষের মৃত্যু হয় হায়দ্রাবাদ পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত চারজনের।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here