দু’দিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট দেশ জুড়ে, চিন্তায় গ্রাহকরা

0
43

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

মজুরি বৃদ্ধির দাবি না মেটায় গোটা দেশ জুড়ে ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাঙ্ক কর্মীদের যৌথ মঞ্চ।

all india two days bank strike in india | newsfront.co
প্রতীকি চিত্র। সৌজন্যঃ দ্য নর্থ-ইষ্ট ডট কম

বৃহস্পতিবার ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের (আইবিএ) সঙ্গে বৈঠকে বসে ন’টি সংগঠনের যৌথ মঞ্চ। তবে দীর্ঘ আলোচনার পরেও কোনও সমাধান না হওয়ায় ওই দু’দিন তারা ধর্মঘট জারি রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

ব্যাঙ্ক কর্মী সংগঠন সূত্রে খবর, ১৫ শতাংশ বেতন বৃদ্ধির দাবি করেছেন ব্যাঙ্ক কর্মীরা। কিন্তু ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন তাতে রাজি হয়নি। তাদের প্রস্তাব ছিল, ১২.২৫ শতাংশ বেতন বৃদ্ধি হতে পারে। কর্মচারী সংগঠনগুলির দাবি, আইবিএ নিজের সিদ্ধান্ত থেকে না সরার কারণেই আলোচনা ভেস্তে গিয়েছে।

আরও পড়ুনঃ দুই ভ্যানপক্ষের মধ্যে বিরোধ পুলিশের সামনেই

পাশাপাশি ১৩ জানুয়ারি মজুরি বৃদ্ধির দাবি নিয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় বসেছিল ন’টি শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন। কিন্তু তাতেও কোনও ফয়সলা না হওয়ায় কর্মী সংগঠনগুলি শেষ পর্যন্ত ধর্মঘটের পথই বেছে নেয়।

পরপর দু’দিন ধর্মঘট এবং ২ ফ্রেব্রুয়ারি রবিবার হওয়ায় টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে। পাশাপাশি এটিএম এবং অনলাইন ট্রানজাকশনও বন্ধ থাকতে পারে এই তিনদিন। ফলে চরম সমস্যায় পড়তে চলেছেন গ্রাহকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here